বঙ্গোপসাগরে একটি লঘুচাপের আভাস পাওয়া গেছে, যা আজ শনিবারের মধ্যে সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপটির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপটি যদি উপকূলের দিকে অগ্রসর হয়, তবে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওডিশাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের খুলনা ও বরিশাল বিভাগে ভারি বৃষ্টি হতে পারে। এ ছাড়া ঢাকা ও রাজশাহী অঞ্চলেও মাঝারি থেকে ভারি বৃষ্টি নামতে পারে।
২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টি হলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।