ঢাকা: ভারতের কলকাতায় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ১০ দফা দাবিতে ধর্মতলায় শনিবার থেকে আমরণ অনশনে বসেছে সাত জুনিয়র চিকিৎসক।
জুনিয়র ডাক্তারদের এই অনশনে সমর্থন জানিয়ে মঙ্গলবার (৮ অক্টোবর) গণ ইস্তফা দিয়েছেন আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের সিনিয়র ডাক্তাররা। ৫০ জন ডাক্তারের এই পদক্ষেপে সিনিয়র ডাক্তারদের ‘গার্ড অফ অনার’ দিয়েছে জুনিয়র ডাক্তাররা।
এদিকে, মঙ্গলবার আরজি কর ঘটনায় শিয়ালদহ আদালতে জমা দেয়া চার্জশিটে সিবিআই জানিয়েছে, গ্রেপ্তারকৃত সঞ্জয় রায়ের বিরুদ্ধে মোট ১১টি প্রমাণ পাওয়া গেছে। সংগৃহীত বয়ান, ভিডিও এবং ফরেন্সিক বা সায়েন্টিফিক রিপোর্টের ভিত্তিতে ধৃতের বিরুদ্ধে এই ১১টি প্রমাণ সংগ্রহ করেছে সিবিআই।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন