বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০৯:১১ পিএম

চুপিসারে ভারত ঘুরে গেলেন রাজা চার্লস

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০৯:১১ পিএম

চুপিসারে ভারত ঘুরে গেলেন রাজা চার্লস

ছবি, সংগৃহীত

ঢাকা: ক্যানসার ধরা পড়েছিল চলতি বছরের শুরুতে। এরপর প্রথম বিদেশ সফরে অস্ট্রেলিয়া এবং সামোয়াতে যান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। সেই সফর থেকে দেশে ফেরার পথে চরম গোপনীয়তা রক্ষা করে ভারত ঘুরে গেলেন চার্লস এবং ক্যামিলা। রীতিমত চুপিসারেই ভারতে এসে সময় কাটিয়ে গেলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলা। রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি বেঙ্গালুরুতে ৪ দিন ছিলেন চার্লস এবং ক্যামিলা।

তাদের এই সম্পূর্ণ ব্যক্তিগত সফরের বিষয়ে মিডিয়া গুণাক্ষরেও টের পায়নি কিছুই। এই আবহে তাদের ভারত সফরের বিষয়টি জানাজানি হওয়ার অনেক আগেই আবার ব্রিটেনে ফিরে যান তারা।

জানা গেছে, সম্প্রতি অস্ট্রেলিয়া ও সামোয়া সফরে গিয়েছিলেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এবং তার স্ত্রী তথা ব্রিটেনের রানি ক্যামিলা। যার মধ্যে অস্ট্রেলিয়ায় রীতিমত তোপের মুখে পড়েন ব্রিটিশ রাজ দম্পতি।

পরে সামোয়া থেকে ব্রিটেন ফেরার পথেই তারা ভারতের বেঙ্গালুরুতে চুপিসারে ৪টি দিন কাটিয়ে যান। তাদের এই সফর ঘিরে অত্যন্ত গোপনীয়তা অবলম্বন করা হয়েছিল।  

টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে দাবি করা হয়েছে, বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডে অবস্থিত সুকিয়া হেল্থ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে ছিলেন চার্লস এবং ক্যামিলা। এই স্বাস্থ্যকেন্দ্রটি প্রতিষ্ঠা করেছিলেন ড. আইজ্যাক মাথাই নুরানাল।  ড. আইজ্যাক মাথাই হলেন ব্রিটিশ রাজ পরিবারের অন্যতম চিকিৎসক। চর্লস এবং ক্যামিলা তার প্রশংসা করেন এখানে এসে।

জানা যায়, শনিবার রাতে ব্রিটিশ রাজার ব্যক্তিগত বিমান অবতরণ করে বেঙ্গারুর হ্যাল বিমানবন্দরে। সেখান থেকে সড়ক পথেই যাবতীয় প্রোটোকল মেনে চার্লস এবং ক্যামিলাকে নিয়ে যাওয়া হয়েছিল সুকিয়া হেল্থ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে।

বুধবার খুব ভোরে বেঙ্গালুরু থেকে তাদের বিমান ফের টেকঅফ করে ব্রিটেনের উদ্দেশে। সূত্র, হিন্দুস্তান টাইমস

আরবি/এস

Link copied!