বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ১১:২০ এএম

রাখাইনে জান্তার বিমান হামলা, সেনা পরিবারের ২৮ সদস্য নিহত

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ১১:২০ এএম

রাখাইনে জান্তার বিমান হামলা, সেনা পরিবারের ২৮ সদস্য নিহত

ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২৫ জন। বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।

আরাকান আর্মি তাদের টেলিগ্রাম চ্যানেলে জানায়, গত শনিবার বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে একটি সামরিক যুদ্ধবিমান থেকে ম্রাউক ইউ টাউনশিপের অস্থায়ী ক্যাম্পে হামলা চালানো হয়। এ হামলায় সেনা পরিবারের সদস্যরা হতাহত হয়েছেন।

এএফপি জানায়, রাখাইনের ওই অস্থায়ী ক্যাম্পে জান্তা সেনাবাহিনীর পরিবারের সদস্যদের বন্দী করে রেখেছিল আরাকান আর্মি।

আরাকান আর্মি আরও জানায়, “যারা নিহত ও আহত হয়েছে, তারা মিয়ানমারের সেনাবাহিনীর সদস্যদের পরিবার। সংঘর্ষ চলাকালে আমরা তাদের আটক করেছিলাম। আমরা যখন তাদের মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই বিমান হামলা চালানো হলো।”

নিহতদের মধ্যে- ৯ জন শিশু রয়েছে, যাদের মধ্যে একটি ছেলে ২ বছর বয়সী। বাকি সবাই নারী বলে জানায় আরাকান আর্মি।

টেলিগ্রামে পোস্ট করা ছবিতে মরদেহগুলো সাদা কাপড়ে ঢেকে ঘাসের ওপর সারিবদ্ধভাবে রাখা দেখা যায়। শোকার্ত স্বজনেরা মরদেহগুলোর পাশে দাঁড়িয়ে আছেন।

এএফপি জানায়, তারা জান্তা সরকারের সঙ্গে যোগাযোগ করলেও এই হামলা সম্পর্কে কোনো তথ্য পায়নি।

মিয়ানমারের সামরিক জান্তা দেশটির বিভিন্ন অঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে এবং অভিযোগ রয়েছে যে, তারা বেসামরিক এলাকায়ও নির্বিচারে বিমান হামলা চালাচ্ছে।

ম্রাউক ইউ টাউনশিপে এই হামলা পরিকল্পিত ছিল, নাকি জান্তা জানত না যে ওই এলাকা আটককেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, তা এখনও স্পষ্ট নয়।

আরবি/এফআই

Link copied!