পবিত্র কোরআনের বেশ কয়েকটি কপি পুড়িয়ে মুসলিম বিশ্বে ক্ষোভের সৃষ্টি করেন সালওয়ান মোমিকা নামের এক যুবক। সুইডেনের রাজধানী স্টকহোমে ২০২৩ সালে এবং পরবর্তীতে সুইডেনে অবস্থিত ইরাকি দূতাবাসের বাইরে এ ঘটনা ঘটান তিনি।
বিষয়টি নিয়ে মুসলিম বিশ্বে ব্যাপক প্রতিবাদের ঝড় ওঠে। তবে বাকস্বাধীনতার অজুহাতে সুইডিশ পুলিশ ধর্ম অবমাননাকর এসব কাজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। নতুন খবর হলো, সুইডেনে বুধবার ওই যুবককে গুলি করে হত্যা করা হয়। খবর বিবিসির।
বিবিসি জানায়, স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় স্টকহোমের একটি অ্যাপার্টমেন্টে ৩৮ বছর বয়সী ইরাকি শরণার্থী সালওয়ান মোমিকাকে হত্যা করা হয়। স্টকহোম পুলিশের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, মোমিকা নামের ওই যুবক সুইডেনে বসবাসরত একজন ইরাকি অভিবাসী।
এর আগে আগস্টে সুইডেনের একজন প্রসিকিউটর মোমিকা ও কোরআন পোড়ানোর ঘটনায় ‘নির্দিষ্ট জাতিগোষ্ঠীর বিরুদ্ধে’ আন্দোলন এর অভিযোগ তোলেন। 
 

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন