ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নাম পরিবর্তন করে ‘বাংলা’ করার প্রস্তাব নিয়ে আবারও সংসদে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজ্যসভায় জিরো আওয়ারে বিষয়টি উত্থাপন করেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
নাম পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরে ঋতব্রত বলেন, এটি শুধুমাত্র একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং রাজ্যের ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত। তিনি আরও বলেন, ১৯৪৭ সালের দেশভাগের সময় ভারতীয় অংশের নামকরণ হয় পশ্চিমবঙ্গ, যা এখন অতীত বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়।
২০১৮ সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় আনুষ্ঠানিকভাবে রাজ্যের নাম ‘বাংলা’ করার সিদ্ধান্ত গৃহীত হলেও কেন্দ্রীয় সরকারের অনুমোদন না মেলায় তা কার্যকর হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার এ বিষয়ে কেন্দ্রের সাথে কথা বলেছেন এবং বলেছেন, রাজ্যের নাম পরিবর্তন তার ইতিহাস, সংস্কৃতি ও স্বতন্ত্র পরিচয় রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে, ভারতের ইতিহাসে একাধিক শহরের নাম পরিবর্তিত হয়েছে। যেমন, বোম্বাই হয়ে মুম্বাই, মাদ্রাজ হয়ে চেন্নাই, ক্যালকাটা হয়ে কলকাতা, ওডিশা হয়ে ওডিশা এবং ব্যাঙ্গালোর হয়ে বেঙ্গালুরু। তবে, পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন এখনও কার্যকর হয়নি।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আবারও রাজ্যবাসীর চাওয়ার প্রতিফলন হিসেবে পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ করার দাবি উঠেছে।

 
                            -20250205074108.webp) 
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন