সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করেছে সুদান। দেশটির র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে সমর্থন দেওয়ার মাধ্যমে গণহত্যার সহযোগীতা করছে ইউএই- এ যুক্তি দেখিয়ে মামলাটি দায়ের করা হয়।
আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) গতকাল জানিয়েছে, খার্তুমের দাবি, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বিদ্রোহী আরএসএফ মিলিশিয়াকে ব্যাপক আর্থিক, রাজনৈতিক ও সামরিক সহায়তা প্রদান এবং পরিচালনার মাধ্যমে সুদানের মাসালিত সম্প্রদায়ের বিরুদ্ধে গণহত্যায় সহযোগী।
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বরাবরই আরএসএফকে সমর্থন দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে।
প্রায় দুই বছর ধরে, সুদানে র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এবং নিয়মিত সেনাবাহিনীর মধ্যে এক বিধ্বংসী যুদ্ধ চলছে, যা লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটিয়েছে এবং এক কোটির বেশি মানুষকে বাস্তুচ্যুত করেছে। দেশের কিছু অঞ্চলে ইতোমধ্যে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছে এবং এটি আরও বিস্তারের আশঙ্কা রয়েছে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন