শুক্রবার, ০২ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০৯:৫০ পিএম

গ্রুপ থেকে রিমুভ করায় এডমিনকে হত্যা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০৯:৫০ পিএম

গ্রুপ থেকে রিমুভ করায় এডমিনকে হত্যা

ছবি: সংগৃহীত

নিজস্ব কমিউনিটির হোয়াটসঅ্যাপ গ্রুপের এডমিনকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে এক পাকিস্তানি নাগরিকের বিরুদ্ধে। হত্যার কারণ ওই এডমিন তাকে গ্রুপ থেকে সরিয়ে (রিমুভ) দিয়েছিলেন। শনিবার (৮ মার্চ) স্থানীয় পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদন অনুসারে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে বৃহস্পতিবার সন্ধ্যায় মুশতাক আহমেদ নামের ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়।

পুলিশের নথি ও স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় শুধু ‘আশফাক’ নামে পরিচিত এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

পুলিশের কাছে মুশতাকের ভাইয়ের দেওয়া এক বিবৃতি দেখেছে এএফপি। সেখানে তিনি জানিয়েছেন, মুশতাক ও আশফাকের মধ্যে বিতর্কের পর মুশতাক তাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সরিয়ে দেন। পরে উভয় পক্ষ সাক্ষাৎ করে বিরোধ মেটানোর সিদ্ধান্ত নেন। কিন্তু আশফাক সেখানে বন্দুক নিয়ে হাজির হন এবং গুলি চালিয়ে মুশতাককে হত্যা করেন।  

বিবৃতিতে আরও বলা হয়, ‘হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায়’ আশফাক ক্ষিপ্ত ছিলেন। এএফপি বলছে, অস্ত্রের সহজলভ্যতা, উপজাতীয় প্রথার প্রভাব ও অনেক ক্ষেত্রে দুর্বল আইন-শৃঙ্খলা পরিস্থিতির কারণে পাকিস্তানে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে।

আরবি/এসএমএ

Link copied!