যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকার পরও গাজার ওপর ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ রোববার (৯ মার্চ) ইসরায়েলি হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই হামলার ফলে গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ হাজার ৪৬০ জনে, আর আহতের সংখ্যা ১ লাখ ১১ হাজার ৮৯৭-এ পৌঁছেছে। বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, কিন্তু উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
গাজায় ১৯ জানুয়ারি থেকে তিন-পর্যায়ের যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, যেখানে বন্দি বিনিময়, স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েল তার হামলা বন্ধ করেনি।
জাতিসংঘের তথ্যমতে, ইসরায়েলের হামলার ফলে গাজার প্রায় ৮৫ শতাংশ জনগণ বাস্তুচ্যুত হয়েছেন এবং অবরুদ্ধ এই অঞ্চলের ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। ইতোমধ্যেই ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।
সূত্র: আনাদোলু

 
                            -20250310023744.webp) 
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন