গাজায় চলমান আগ্রাসন নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। এ যুদ্ধ আরব বিশ্বকে অস্থিতিশীল করে তুলবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
২০২৩ সালে ৭ই অক্টোবর হামাসের হামলার পর গাজার সবকিছুতে বোমা হামলা চালানোর জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এ খবর দিয়েছিল আল জাজিরা। নেতানিয়াহু বিশ্বাস করেন, গাজার স্বাধীনতাকামী যোদ্ধাগোষ্ঠী হামাস চায় শেষ সময় পর্যন্ত তাদের অবস্থান ধরে রাখতে।
তারা গাজাকে শাসন করতে চায়। কিন্তু যুক্তরাষ্ট্র প্রশাসনের কাছে এটা গ্রহণযোগ্য নয়। হামাসকে পুরোপুরি নিরস্ত্রীকরণ করতে চায় ট্রাম্প প্রশাসন।
উইটকফ বলেন, হামাস যদি এ শর্তে রাজি হয় যে তারা গাজায় সামান্যই থাকতে পারবে এবং তারা রাজনীতিতে যুক্ত থাকতে পারবে না। যুক্তরাষ্ট্র চায় না হামাস গাজাকে পরিচালনা করুক। কারণ, তা ইসরাইলের কাছে গ্রহণযোগ্য হবে না।
উইটকফ আরো বলেন, তিনি বিশ্বাস করেন না যে, ইসরাইল গাজাকে দখল করে নিতে চায়।
এদিকে, গাজার সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্রটি ধ্বংস করে ফেলেছে ইসরায়েল। গাজায় শুধু এখানেই ক্যান্সারের চিকিৎসা হতো। বছরে ৩০ হাজার রোগীকে চিকিৎসা দেয়ার সক্ষমতা ছিল তাদের।
গাজার একমাত্র ক্যান্সার হাসপাতালটি ধ্বংস করে দেয়ার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন