বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালকে ঘিরে প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল। এতে বলা হয়েছে, নতুন নির্দেশনায় আবারও সেই ঐতিহাসিক নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা হয়েছে, যাতে বাংলাদেশের নাগরিকরা ইসরায়েল ভ্রমণ করতে না পারেন।
দ্য টাইমস অব ইসরায়েল জানায়, “বাংলাদেশ সরকার পুনরায় নিশ্চিত করেছে যে, ইসরায়েল বাংলাদেশের জন্য একটি নিষিদ্ধ ভ্রমণ গন্তব্য। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশের এই অবস্থান কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ।”
পূর্বে বাংলাদেশি পাসপোর্টে লেখা থাকত- "এই পাসপোর্ট ইসরায়েল ছাড়া বিশ্বের সব দেশের জন্য বৈধ।" তবে ২০২১ সালে আওয়ামী লীগ সরকার পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ বাক্যটি সরিয়ে দেয়।
সেই সময় সরকার দাবি করেছিল, এটি ছিল শুধু পাসপোর্ট ডিজাইন পরিবর্তনের অংশ, এবং এতে বাংলাদেশ-ইসরায়েল সম্পর্ক নিয়ে সরকারের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।
সম্প্রতি বিষয়টি আবারও আলোচনায় আসে, যখন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ নামে একটি কর্মসূচি আয়োজিত হয়, যেটির প্রতিবেদনও টাইমস অব ইসরায়েল আগে প্রচার করেছিল।
বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নীলিমা আফরোজ বাংলাদেশ জানান, “পাসপোর্টে ‘ইসরায়েল বাদে’ বাক্য পুনঃস্থাপনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গত সপ্তাহেই নির্দেশনা দেয়া হয়েছে।”
এই পদক্ষেপ বাংলাদেশের ঐতিহাসিক ও কূটনৈতিক অবস্থানকে আরও একবার স্পষ্ট করল- দেশটি এখনো ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি, এবং ভবিষ্যতেও এ বিষয়ে অবস্থান পরিবর্তনের কোনো ইঙ্গিত নেই।
সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল ও বাংলাদেশ সংবাদ সংস্থা

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন