কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিনি শিক্ষার্থী ও গ্রিন কার্ডধারী মোহসেন মাহদাওয়িকে গ্রেপ্তার করেছে মার্কিন ফেডারেল এজেন্টরা।
সোমবার (১৪ এপ্রিল) ভারমন্টের কোলচেস্টারে অভিবাসন অফিসে নাগরিকত্ব সাক্ষাৎকারে অংশ নেওয়ার সময় তাকে আটক করা হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সুরক্ষা বিভাগ (ডিএইচএস)।
জানা গেছে, ফিলিস্তিনপন্থী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন মাহদাওয়ি। এই আন্দোলনের সাথে যুক্ত শিক্ষার্থীদের ওপর ক্রমবর্ধমান চাপের অংশ হিসেবে তাকে আটক করার ঘটনা ঘটেছে বলেই বিবেচনা করা হচ্ছে।
একই বিশ্ববিদ্যালয়ের থেকে এর আগে গ্রেপ্তার হওয়া উল্লেখযোগ্য বিদেশি শিক্ষার্থী ছিলেন মাহমুদ খালিল।
মাহদাওয়ির আইনজীবী লুনা দ্রুবি বলেন, ‘ফিলিস্তিনপন্থী স্পষ্ট অবস্থান ও জাতিগত পরিচয়ের কারণেই তাকে আটক করা হয়েছে। এটি গাজার মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কণ্ঠস্বর দমনের অপচেষ্টা, যা অসাংবিধানিক।’
ইসরায়েলপন্থী সংগঠন ‘বেতার ইউএস’ সোশ্যাল মিডিয়ায় জানায়, ‘ভিসাধারী মোহসেন মাহদাওয়ি আমাদের বহিষ্কার তালিকায় রয়েছেন।’
ডিএইচএস বা কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে বিচারক জানিয়েছেন, আপাতত মাহদাওয়িকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা যাবে না।
মার্কিন সরকার মাহদাওয়ির বিরুদ্ধে অভিবাসন আইনের একটি ধারা প্রয়োগ করেছে, যেখানে বলা হয়, কোনো বিদেশির কার্যকলাপ যুক্তরাষ্ট্রের ওপর নেতিবাচক প্রভাব ফেললে তাকে বহিষ্কার করা যেতে পারে।
এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। তারা এই পদক্ষেপকে ফিলিস্তিনপন্থী কণ্ঠস্বর দমনের চেষ্টা হিসেবে দেখছেন।
 

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন