কালবেলা, কালের কণ্ঠসহ বিভিন্ন মিডিয়া হাউস সাংবাদিকতার নামে ভণ্ডামি করছে বলে অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।
পোস্টে সারজিস আলম লিখেন, কালবেলা, কালের কণ্ঠ কিংবা অন্য যেকোনো মিডিয়া হাউস সাংবাদিকতার নামে আপনারা এই ভণ্ডামি বন্ধ করেন।
তিনি লিখেন, ছবি দেখে মনে হচ্ছে সারজিস কোথাও থেকে অবৈধ টাকা অর্জন করেছে। এরপরে বন্ধুর বাসায় রেখেছে। সেই বন্ধুর বাসা থেকে এই টাকা উদ্ধার করা হয়েছে! অথচ নিউজ হলে হওয়া উচিত ছিল- সারজিসের বন্ধুর বাসা থেকে তিন বস্তা টাকা পাওয়ার বিষয়টি মিথ্যা/গুজব।
এনসিপির এই নেতা লিখেন, কোথাকার কোন চোর, কিসের টাকা চুরি, যেসব সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা নাই তাদের সাথে প্রথমে বন্ধুর ট্যাগ দেওয়া, এরপরে ছবি এড করে দিয়ে সাংবাদিকতার নামে যে ছ্যাচরামি আপনারা করছেন এগুলো সাংবাদিকতার ন্যূনতম এথিক্সের পর্যায়ে পড়ে না।
সারজিস আলম লিখেন, কমেন্টে থাকা আপনাদের নিউজের লিংক ১০ শতাংশ মানুষও পড়ে না। বাকি মানুষদের বিভ্রান্ত করার জন্য কিংবা আমাদের হেয়প্রতিপন্ন করার জন্য আপনাদের এই নোংরামিগুলোই যথেষ্ট। নাহলে আগামীতে আমাদেরও লেখা শুরু করতে হবে- ‘শেখ হাসিনার স্বৈরাচারী আমলে হাজারের অধিক বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে সন্তোষ শর্মার সম্পৃক্ততা সম্পর্কে যা জানা গেল।’ কিংবা ‘সারা দেশে বসুন্ধরা গ্রুপের হাজার কোটি টাকার অবৈধ জমি দখল, খুন এবং ধর্ষণ সম্পর্কে যা জানা গেল।’
তিনি লিখেন, সাংবাদিকতায় পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকতা করুন। নাহয় কতিপয় তথাকথিত সাংবাদিকের জন্য এই সম্মানের পেশায় থাকা ব্যক্তিত্বসম্পন্ন, পেশাদার, আপসহীন সাংবাদিকদের আগামীতে সম্মানহানীর মুখে পড়তে হবে।