ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫

এবার আকাশসীমা বন্ধ করল ইসরায়েল

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ১০:৫২ এএম
বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি-সংগৃহীত

ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে হামলার পাল্টা জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতি। হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার পর এবার আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ইসরায়েল। 

প্যান-আরব মিডিয়া আউটলেটগুলো জানিয়েছে, রোববার ভোরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি অঞ্চলগুলো আন্তর্জাতিক বিমান নেটওয়ার্ক থেকে কার্যকরভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিরাপত্তার কথা বিবেচনায় বিমান কর্তৃপক্ষ বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত করেছে। তারা জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকবে।

এদিকে, হুথির  হামলার পরে ডেড সি অঞ্চলের বিভিন্ন স্থানে সতর্কতা সাইরেন বেজে ওঠে। তাৎক্ষণিকভাবে কোনো আহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আল-মাসিরাহ টিভিতে সম্প্রচারিত এক টেলিভিশন বিবৃতিতে ইয়েমেনি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেন ফিলিস্তিন-২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করেছেন।

তিনি আরও বলেন, এই হামলা লাখ লাখ বসতি স্থাপনকারীকে আশ্রয়কেন্দ্রে বাধ্য করে এবং বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত করে।