ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫

বিদেশি লিগে খেলবেন সাকিবসহ ৯ বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ১১:১২ এএম
এক দলে সাকিবসহ ৯ বাংলাদেশি। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শুরু হতে যাওয়া টি-টেন টুর্নামেন্ট ‘পার সিক্সটি লিজেন্ডস লিগ’-এ এবার বাংলাদেশি তারকাদের জয়জয়কার।একই দলে মাঠ মাতাবেন সাকিবসহ ৯ বাংলাদেশি।

আগামী ৫ আগস্ট মাঠে গড়াতে চলা এই লিগে ডেট্রয়েট ফ্যালকন্সের হয়ে খেলবেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 

ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে তাকে আইকন ক্রিকেটার হিসেবে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি।

এক দলে সাকিবসহ ৯ বাংলাদেশি

শুধু সাকিবই নন, বাংলাদেশের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজিটি আরও ৮ জন বাংলাদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। এই তালিকায় আছেন অভিজ্ঞ অলরাউন্ডার নাসির হোসেন, মারকুটে ব্যাটসম্যান রনি তালুকদার।

স্পিনার নিহাদ উজ জামান, পেসার আল আমিন হোসেন, অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত, পেসার কামরুল ইসলাম রাব্বি, অলরাউন্ডার আরিফুল হক এবং বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র। 

ডেট্রয়েট ফ্যালকন্সে তারকার মেলা

বাংলাদেশের ক্রিকেটারদের পাশাপাশি ডেট্রয়েট ফ্যালকন্সে যোগ দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের বেশকিছু পরিচিত মুখ। ভারতের রিশি ধাওয়ান ও শারদ লাম্বা, ওয়েস্ট ইন্ডিজের চন্দরপল হেমরাজ ও অ্যান্থনি ব্রাম্বলি।

শ্রীলঙ্কার মালিন্দা পুষ্পাকুমারা এবং দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ডেলপোর্ট দলটির শক্তি বাড়িয়েছেন। এই মিশ্র দল নিয়ে ডেট্রয়েট ফ্যালকন্স লিগে কতটা সাফল্য পায়, সেটাই এখন দেখার বিষয়।

টি-টেন এর পাশাপাশি জিএসএল-এও সাকিব

প্রসঙ্গত, এই টি-টেন লিগের আগেই গতকাল (রোববার) সাকিব আল হাসানকে দলে টানার ঘোষণা দিয়েছে দুবাই ক্যাপিটালস নামের আরেকটি ফ্র্যাঞ্চাইজি। 

এই দলটির হয়ে গ্লোবাল সুপার লিগে (জিএসএল) খেলবেন বাংলাদেশের এই অলরাউন্ডার। অর্থাৎ, সাকিব আল হাসানকে ঘিরে যুক্তরাষ্ট্রের ক্রিকেটে এখন এক নতুন উন্মাদনা শুরু হতে যাচ্ছে।

ডেট্রয়েট ফ্যালকন্সের পূর্ণাঙ্গ স্কোয়াড

সাকিব আল হাসান, নাসির হোসেন, রনি তালুকদার, নিহাদ উজ জামান, আল আমিন হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, কামরুল ইসলাম রাব্বি, আরিফুল হক, এনামুল হক জুনিয়র, ক্যামেরন ডেলপোর্ট, রিশি ধাওয়ান, শারদ লাম্বা, চন্দরপল হেমরাজ, মালিন্দা পুষ্পাকুমারা এবং অ্যান্থনি ব্রাম্বলি।