ইসরায়েলী অস্ত্র আমদানিতে অস্বীকৃতি জানিয়েছে স্পেন। ইসরায়েলি কোম্পানি আইএমআই সিস্টেমসের সঙ্গে ৭.৫ মিলিয়ন ডলারের অস্ত্রচুক্তি বাতিল করেছে স্পেনের সরকার।
জোটের বামপন্থি মিত্রদের চাপের কারণে চুক্তিটি বাতিল হয়েছে।
কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, স্পেনের সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ চুক্তিটি বাতিল করেন।
বামপন্থি দল সুমার ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দেওয়ার পর দেশটির সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী চুক্তিটি বাতিল করতে হস্তক্ষেপ করেন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) স্প্যানিশ সরকারি রীতি অনুসারে নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি সূত্র আলজাজিরাকে বলেন, ‘আলোচনা সব পথ শেষ করার পর, প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ইসরায়েলি কোম্পানি আইএমআই সিস্টেমসের সঙ্গে এই চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।’
২০২৩ সালের অক্টোবরে গাজায় শুরু হওয়া ইসরায়েলি হামলার সমালোচনা করে স্পেন। সে মাসেই ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার প্রতিশ্রুতি দেয়।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে দেশটি ঘোষণা দেয়, তারা ইসরায়েল থেকে অস্ত্র কিনবে না তারা।
তবে, একই মাসে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইএমআই সলিউশনের সাথে ১৫ মিলিয়ন রাউন্ড গোলাবারুদ কেনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করে।
গোলাবারুদটি স্পেনের আধা-সামরিক পুলিশ বাহিনী সিভিল গার্ডের জন্য কেনা হচ্ছিল।
সুমারের পাঁচ মন্ত্রীর প্রতিবাদের পর স্প্যানিশ সরকার আদেশ বাতিল করা সম্ভব কিনা তা নির্ধারণের জন্য একটি জরিপ শুরু করে।
স্প্যানিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আলজাজিরাকে বলেন, ‘২০২৪ সালের অক্টোবরে, চুক্তির সম্ভাব্য সমাপ্তি নিয়ে একটি গবেষণা শুরু করা হয়েছিল।
গবেষণার পর, মন্ত্রণালয় রাষ্ট্রীয় আইনজীবীর সুপারিশ মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়।’
এ বিষয়ে স্পেনের উপ-প্রধানমন্ত্রী এবং সুমারের নেত্রী ইয়োলান্ডা ডিয়াজ বার্সেলোনায় সাংবাদিকদের বলেন, ‘এই চুক্তিটি অবশ্যই সংশোধন করা উচিত।
আমি জোর দিয়ে বলছি, যখন আমরা ফিলিস্তিনিদের গণহত্যা দেখছি, তখন এটি চুক্তির স্পষ্ট লঙ্ঘন।’
চুক্তি বাতিলের বিষয়ে এখনও আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি মাদ্রিদে অবস্থিত ইসরায়েলি দূতাবাস।
সূত্র: আল জাজিরা

 
                            -20250425145818.jpg) 
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন