ঢাকা শুক্রবার, ০২ মে, ২০২৫

জবাব হবে দৃঢ় ও জোরালো: পাকিস্তানের সেনাপ্রধান

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ২, ২০২৫, ০৯:৪৫ এএম
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির।  ছবি: সংগৃহীত

ভারতের যেকোনো সামরিক দুঃসাহসের বিরুদ্ধে দৃঢ় এবং জোরালো জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির। 

বৃহস্পতিবার (১ মে) সেনাদের একটি সামরিক মহড়া পরিদর্শনের সময় তিনি এই মন্তব্য করেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে তাঁর বক্তব্য প্রকাশ করেছে।

সেনাপ্রধান বলেন, ‘একটি বিষয় নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই। ভারতের যেকোনো সামরিক দুঃসাহসের জবাব হবে দৃঢ় এবং জোরালো। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাও প্রস্তুত রয়েছে দেশের সার্বভৌমত্ব রক্ষায়।’

ভারতের দুঃসাহসিক কাজের দ্রুত জবাব দেয়া হবে

এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা ক্রমেই বাড়ছে। 

সম্প্রতি ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হন। নয়াদিল্লি এ ঘটনায় পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তুললেও ইসলামাবাদ তা স্পষ্টভাবে অস্বীকার করেছে। পাকিস্তান বলছে, এ অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।

এ ঘটনার পর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি কূটনৈতিক ও সামরিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সীমান্তে সেনা মোতায়েন বাড়ানো, নজরদারি ড্রোনের ব্যবহার ও গোয়েন্দা তথ্য আদান-প্রদানে কড়াকড়ি প্রমাণ করছে- উভয় দেশই এখন অত্যন্ত সতর্ক।

বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি যদি আরও উত্তপ্ত হয়, তবে তা দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর মধ্যে বিপজ্জনক সংঘাতের দিকে যেতে পারে। এই পরিস্থিতিতে পাকিস্তানের সেনাপ্রধানের হুঁশিয়ারি দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে।