রবিবার, ০৪ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৩, ২০২৫, ০৫:১১ পিএম

১২০০ গোয়েন্দাকর্মী ছাঁটাই করছেন ট্রাম্প

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৩, ২০২৫, ০৫:১১ পিএম

১২০০ গোয়েন্দাকর্মী ছাঁটাই করছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)-সহ অন্যান্য গোয়েন্দা সংস্থা থেকে প্রায় ১২০০ কর্মী ছাঁটাইয়ের  পরিকল্পনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

শুক্রবার (২ মে) মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) এবং অন্যান্য প্রধান মার্কিন গুপ্তচর ইউনিটের উল্লেখযোগ্য সংখ্যক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। 

এ সিদ্ধান্তকে মার্কিন গুরুত্বপূর্ণ সরকারি সংস্থাগুলির আকার ছোট করার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো থেকেও হাজার হাজার কর্মী কমানোর পরিকল্পনা রয়েছে ট্রাম্প প্রশাসনের।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন সিআইএতে পরিকল্পিত ছাঁটাই সম্পর্কে আইন প্রণেতাদের অবহিত করেছে। এই প্রক্রিয়া কয়েক বছর ধরে চলবে।

তবে, সরাসরি কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে নয়, বরং নতুন নিয়োগ কমিয়ে এ পদসংখ্যা কমানো হবে।

প্রতিবেদন সম্পর্কে জানতে সিআইএর একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি স্বীকার করেন তবে নির্দিষ্ট কোনো সংখ্যা নিশ্চিত করেননি তিনি। 

সিআইএ-র এই কর্মকর্তা বলেছেন, সিআইএর পরিচালক জন র‌্যাটক্লিফ ‘প্রশাসনের জাতীয় নিরাপত্তা অগ্রাধিকারের প্রতি সিআইএ কর্মীবাহিনী যাতে সাড়া দিতে পারে, তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নিচ্ছেন। 

এই পদক্ষেপগুলো সিআইএকে নতুন শক্তিতে উজ্জীবিত করার, উদীয়মান নেতাদের জন্য সুযোগ তৈরি করার এবং সিআইএকে নিজের লক্ষ্য পূরণের জন্য আরও ভালোভাবে অবস্থান তৈরি করার সামগ্রিক কৌশলের অংশ।’

এ বছরের জানুয়ারিতে সিআইএর পরিচালক হিসেবে দায়িত্ব নেন র‌্যাটক্লিফ। এর আগে তিনি আইনপ্রণেতাদের বলেছিলেন, তাঁর নেতৃত্বে সংস্থাটি ‘অন্তর্দৃষ্টিপূর্ণ, বস্তুনিষ্ঠ, সর্বজনীন উৎস বিশ্লেষণ তৈরি করবে। রাজনৈতিক বা ব্যক্তিগত পক্ষপাত যেন আমাদের বিচার বা আমাদের পণ্যকে মেঘাচ্ছন্ন করতে না পারে।’

তিনি আরো বলেন, ‘আমরা বিশ্বের প্রতিটি প্রান্তে, যতই অন্ধকার বা কঠিন হোক না কেন, গোয়েন্দা তথ্য, বিশেষ করে মানব গোয়েন্দা তথ্য সংগ্রহ করব।’

এছাড়া, ‘প্রেসিডেন্টের নির্দেশনায় গোপন অভিযান পরিচালনা করব, যেখানে অন্য কেউ যেতে পারবে না এবং যা অন্য কেউ করতে পারবে না।’

সূত্র : ওয়াশিংটন পোস্ট

Link copied!