সপ্তম শ্রেণির নতুন সমাজবিজ্ঞান বই থেকে মুসলিম শাসনের গৌরবময় ইতিহাস বাদ দিয়ে দিয়েছে ভারত। পাঠ্যবইয়ে থাকা দিল্লির মোগল এবং সুলতানি শাসনামলের কথা সরিয়ে সেখানে নতুন সংযোজন করা হয়েছে ভারতীয় শাসকদের কথা।
পুরোনো পাঠ্যবইয়ে মোগল শাসনামল এবং সুলতানি সাম্রাজ্য নিয়ে আলাদা দুটি পরিচ্ছদ ছিল। তবে, ভারতের ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি) নতুন শিক্ষানীতি অনুসরণ করে চলতি বছরে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সমাজবিজ্ঞানের নতুন বই প্রকাশ করেছে।
নতুন বইয়ে মোগল শাসনামল এবং সুলতানি সাম্রাজ্যের গৌরবময় ইতিহাসের পরিবর্তে প্রাচীন ভারতীয় সাম্রাজ্যের ওপর লেখা একটি নতুন পরিচ্ছদ সংযুক্ত করা হয়েছে।
মোগল আমল ও সুলতানি সাম্রাজ্যর ওই পরিচ্ছদগুলোতে মুহাম্মদ বিন তুঘলক, ইখতিয়ার উদ্দিন বিন মুহাম্মদ বখতিয়ার খিলজি, মামলুক ও ইব্রাহিম লোদির মতো বড় শাসকদের কথা পড়ানো হতো।
নতুন বইয়ে এগুলো বাদ দিয়ে ভারতীয় শাসকদের মধ্য মগধ, মৌর্য ও শুঙ্গ সাম্রাজ্যসহ কয়েকজন শাসকের কথা তুলে ধরা হয়েছে।
উল্লেখযোগ্য বিষয়, ২০২৫ সালে উত্তর প্রদেশের প্রয়াগরাজে হওয়া কুম্ভমেলার সঙ্গে নতুন বইয়ে ‘মেক ইন ইন্ডিয়া’, ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ এবং অটল টানেলের কথা যুক্ত হয়েছে।
এছাড়াও রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর ও দেশটির সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম সম্পর্কিত আলোচনা।
প্রসঙ্গত, চলতি বছর এনসিইআরটি প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিভিন্ন পাঠ্যপুস্তক সংস্কারের কাজে হাত দিয়েছে।
নতুন এই বইগুলোতে ভারতীয় সভ্যতা-সংস্কৃতির ওপর জোর দেওয়া হয়েছে। এনসিইআরটির পাঠ্যপুস্তক ভারতের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বোর্ডের অধীন স্কুলগুলোতে পড়ানো হয়।
তথ্যসূত্র: ইকোনমিক টাইমস ও আনন্দবাজার
আপনার মতামত লিখুন :