কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতি বর্তমানে খুবই খারাপ। দুই দেশই একে অন্যের বিরুদ্ধে একের পর এক বিভিন্ন কড়া পদক্ষেপ নিচ্ছে।
সম্প্রতি ভারত ঘোষণা দেয়, পাকিস্তানের কোনো জাহাজ আর ভারতের বন্দরে ঢুকতে পারবে না।
এ সিদ্ধান্তের জবাবে এবার পাকিস্তানও সব ভারতীয় জাহাজের জন্য নিজেদের বন্দর বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, পাকিস্তানি জাহাজও আর ভারতের কোনো বন্দরে যাবে না বলে ঘোষণা করা হয়েছে।
রোববার (৩ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এই খবর জানিয়েছে।
এর আগে, ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন মারা যান, যাদের অনেকেই ছিলেন পর্যটক। এ ঘটনার পর ভারত দাবি করে, হামলার পেছনে পাকিস্তান জড়িত। তবে তারা এখনো কোনো প্রমাণ দেখাতে পারেনি।
পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
ভারতের সিদ্ধান্ত
ভারতের বন্দর বিভাগ এক বিবৃতিতে জানায়, ‘জনগণের নিরাপত্তা ও দেশের স্বার্থে পাকিস্তানি জাহাজ নিষিদ্ধ করা হয়েছে।’
পাকিস্তানের পাল্টা ঘোষণা
ভারতের ঘোষণার কিছুক্ষণের মধ্যেই পাকিস্তানের মেরিটাইম দপ্তর জানায়, ‘দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ভারতীয় জাহাজের প্রবেশ নিষিদ্ধ করা হলো। প্রয়োজনে বিশেষ অনুমতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এছাড়াও, পাকিস্তান তাদের সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে, আর ভারত সেনাবাহিনীকে দিয়েছে পূর্ণ স্বাধীনতা। এর মধ্যে ভারত সিন্ধু নদ চুক্তি স্থগিত করেছে, যার পাল্টা জবাবে পাকিস্তান স্থগিত করেছে সিমলা চুক্তি এবং একইসঙ্গে ভারতের বিমান চলাচলের জন্য তাদের আকাশসীমা বন্ধ করার ঘোষণা দিয়েছে।
এছাড়া পাকিস্তান পরীক্ষামূলকভাবে ছুড়েছে ‘আবদালি’ নামের একটি ক্ষেপণাস্ত্র, যা ৪৫০ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম। যাকে ভারতের কর্মকর্তারা সরাসরি উসকানি বলে মন্তব্য করেছেন।
আপনার মতামত লিখুন :