চীন চালু করেছে বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) হাসপাতাল, যেখানে চিকিৎসা সেবা দিচ্ছেন কেবলমাত্র এআই চিকিৎসক।
এই হাসপাতালে কোনো মানুষ চিকিৎসক নেই, কাজ করছেন ১৪ জন কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চিকিৎসক।
শনিবার (৩ মে) এই উদ্যোগের ঘোষণা দেওয়া হয়। প্রযুক্তি ও স্বাস্থ্য খাতে এটি এক যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে এটি এআই-সম্পর্কিত ব্লকচেইন ও ক্রিপ্টো টোকেন বাজারেও আলোড়ন তুলেছে।
এই এআই হাসপাতাল তৈরি করেছে চীনের বিখ্যাত সিংহুয়া বিশ্ববিদ্যালয়। এক সভায় তারা জানায়, এই হাসপাতাল শুধু চিকিৎসা নয়, একই সঙ্গে শিক্ষা ও গবেষণার কাজেও এআইকে ব্যবহার করবে।
প্রথম পর্যায়ে, সিংহুয়া চাংগুং হাসপাতাল ও তার অনলাইন ইন্টারনেট হাসপাতাল এই এআই চিকিৎসা সেবার পাইলট প্রকল্প শুরু করবে। এখানে চক্ষু, শ্বাসযন্ত্র, রেডিওলজি, এবং সাধারণ চিকিৎসা বিভাগে কাজ শুরু হবে।
এই হাসপাতালের লক্ষ্য হলো- দ্রুত, উন্নত, সাশ্রয়ী ও সহজলভ্য চিকিৎসা সেবা দেওয়া। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে সময় ও খরচ কমিয়ে অনেক বেশি মানুষকে সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতের চিকিৎসা ব্যবস্থায় এমন হাসপাতাল নতুন দিগন্ত খুলে দিতে পারে। সঠিকভাবে বাস্তবায়ন হলে এটি স্বাস্থ্যখাতকে আরও উন্নত, কার্যকর এবং প্রযুক্তিনির্ভর করে তুলবে।