ঢাকা মঙ্গলবার, ০৬ মে, ২০২৫

প্রেসিডেন্ট পদে আর লড়বেন না ট্রাম্প

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ৬, ২০২৫, ০১:১৬ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি তার বর্তমান মেয়াদের পর আর প্রেসিডেন্ট পদে লড়বেন না এবং দুই মেয়াদকেই যথেষ্ট মনে করেন।

একইসঙ্গে তিনি উল্লেখ করেছেন, অনেক সমর্থক তাকে তৃতীয় মেয়াদে দেখতে চান। যদিও যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী তিন মেয়াদে প্রেসিডেন্ট হওয়া নিষিদ্ধ।

এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি আট বছরের প্রেসিডেন্ট হব, দুই মেয়াদের প্রেসিডেন্ট। আমি সবসময় মনে করেছি এটা গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘আমি চারটি সফল বছর চাই এবং তারপর এটি কাউকে, একজন চমৎকার রিপাবলিকানকে হস্তান্তর করতে চাই, যেন সে এটিকে এগিয়ে নিয়ে যেতে পারে।’

সাক্ষাৎকারের একপর্যায়ে তাকে প্রশ্ন করা হয়, যুক্তরাষ্ট্রে বসবাসকারী নাগরিক ও অ-নাগরিকরা সংবিধান অনুযায়ী আইনি সুরক্ষা পাওয়ার অধিকার রাখেন কি না।

জবাবে ট্রাম্প বলেন, ‘আমি আইনজীবী নই। আমি জানি না।’ দেশের সর্বোচ্চ আইন সমুন্নত রাখা প্রয়োজন কিনা জানতে চাইলেও তিনি বলেন, ‘আমি জানি না।’

তাছাড়া, গ্রিনল্যান্ড নিয়ে এক প্রশ্নে ট্রাম্প সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনাও সরাসরি উড়িয়ে দেননি। অবশ্য এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

ট্রাম্পের মন্তব্যগুলো যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে সংবিধান মানা নিয়ে একজন প্রেসিডেন্টের এমন অবস্থান ঘিরে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ক্ষমতার প্রশ্নে ট্রাম্পের সংবিধান মানার বিষয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।