ঢাকা মঙ্গলবার, ০৬ মে, ২০২৫

ঝিনাইদহে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: মে ৬, ২০২৫, ০৫:২২ পিএম
নিহতের স্বজনদের আহাজারি। ছবি- রূপালী বাংলাদেশ

ঝিনাইদহ সদরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সদর উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের ওলিয়ার রহমান (৫০) ও পশ্চিম বিষয়খালী গ্রামের মিরাজুল মন্ডল (২৩)।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, দুপুরে ভবানীপুর গ্রামের মাঠে কেটে রাখা ধান গোছাচ্ছিলেন কৃষক ওলিয়ার রহমান। সে সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।

পরে ওলিয়ার রহমানকে পড়ে থাকতে দেখে অন্য এক কৃষক উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, একই সময়ে সদর উপজেলার পশ্চিম বিষয়খালী গ্রামের মাঠ থেকে ঘাস নিয়ে বাড়ি ফিরছিলেন মিরাজুল মন্ডল। ওই সময়ে বজ্রপাতে তিনি মাঠে ড্রেনের পাশে পড়ে যান।

স্থানীয়রা তাকে দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে আসেন। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারজানা ইয়াসমিন বলেন, ‘হাসপাতালে আসার আগেই ওলিয়ার ও মিরাজুলের মৃত্যু হয়। তাদের আমরা মৃত অবস্থাতেই পেয়েছি।’