গাজায় ইসরায়েলের আগ্রাসনে এখন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এনিয়ে নানা পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এবার জানা গেল নতুন পরিকল্পনার কথা। বিষয়টি ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। তিনি জানিয়েছেন, গাজাকে ‘ফ্রিডম জোন’ করতে চান তারা।
ফরাসি বার্তা সংস্থা এএফপি’কে বৃহস্পতিবার ট্রাম্প জানান, গাজা নিয়ে তার পরিকল্পনা সফল করতে পারলে তিনি গর্বিত হবেন। চারদিন ব্যাপী মধ্যপ্রাচ্য সফরের (গালফ ট্যুর) তৃতীয় দিনে কাতারে এমন মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বলেছেন, ‘আমার কাছে গাজা নিয়ে একটি আইডিয়া আছে, আমি মনে করি এটা বেশ ভালো। আমেরিকাকে বিষয়টি নিয়ে ভাবতে দিন এবং এটিকে একটি মুক্ত অঞ্চল বানাই। এটিকে ফ্রিডম জোন বানাই।’
তিনি আরও বলেন, ‘ইউনাইটেড স্টেটস এই অঞ্চল পেলে গর্বিত হব। আমেরিকা এটি নিয়ে নিক, দখল করুক এবং এটিকে ফ্রিডম জোন বানাক।’
এর আগে, সফরে ইরানকে আবারও কঠোর হুঁশিয়ারি দেন ট্রাম্প। তিনি বলেন, ‘ইরান যদি পারমাণবিক চুক্তিতে রাজি না হয়, তবে তার দেশের বিরুদ্ধে আবারও সর্বোচ্চ বল প্রয়োগ করা হবে।’
রিপাবলিকান এই নেতা আরও বলেন, ‘আমি ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনব। সময় খুব কম— তাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে।’
আপনার মতামত লিখুন :