ভারতের পর এবার মার্কিন পণ্য আমদানিতে শূন্য শুল্কের দ্বি-পাক্ষিক বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছে পাকিস্তান।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার পর এই প্রস্তাব দিল ইসলামাবাদ। দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ।
শনিবার (১০ মে) যুদ্ধরিবতির পর ট্রাম্প স্ট্রুথ পোস্টে উভয় দেশের নেতৃত্বের প্রশংসা করে বলেন, এখন উভয় দেশের সঙ্গে ‘প্রচুর বাণিজ্য’ হবে।
এদিকে, বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ভারত মার্কিন পণ্যের জন্য ‘কোনো শুল্ক ছাড়াই’ বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে ভারতে অ্যাপলের বিনিয়োগের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।
প্রধান বাণিজ্যিক অংশীদারদের জন্য ট্রাম্প শুল্ক বৃদ্ধির ঘোষণার পর ৯০ দিনের জন্য তা স্থগিত করেছেন। এই শুল্কবিরতি আগামী ৯ জুলাই পর্যন্ত স্থায়ী হবে। তার আগে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে তোড়জোড় শুরু করেছে।
কাতারের রাজধানী দোহায় ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, ‘ভারতে পণ্য বিক্রি করা খুবই কঠিন। তারা আমাদের এমন একটি চুক্তির প্রস্তাব দিচ্ছে যেখানে তারা মূলত আমাদের কাছ থেকে কোনো শুল্ক নিতে ইচ্ছুক নয়।’
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে আলোচনার অধীনে চুক্তির প্রথম পর্যায়ে নয়াদিল্লি ৬০ শতাংশ থেকে শুল্ক শূন্য শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে ভারত যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা প্রায় ৯০ শতাংশ পণ্যের অগ্রাধিকারমূলক অনুমতি দিতে রাজি হয়েছে।
ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে ট্রাম্প মন্তব্যের পর দেশটির ইক্যুইটি বেঞ্চমার্ক সাত মাসের সর্বোচ্চে পৌঁছেছে।
রয়টার্স প্রস্তাবিত চুক্তি সম্পর্কে মন্তব্য জানতে চাইলেও জবাব দেয়নি ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়।
আপনার মতামত লিখুন :