শুক্রবার, ১৬ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০৬:১৮ পিএম

এলজিবিটিকিউ+ বই প্রকাশ, ১১ কর্মচারী গ্রেপ্তার

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০৬:১৮ পিএম

এলজিবিটিকিউ+ বই প্রকাশ, ১১ কর্মচারী গ্রেপ্তার

এলজিবিটিকিউ+ প্রতীকী রঙ

রাশিয়ার বৃহত্তম বই প্রকাশনীর অফিসে তল্লাশি চালিয়ে ১১ কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে এলজিবিটিকিউ+ ‘প্রচার’ ও ‘চরমপন্থা’র অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, বুধবার একসমো পাবলিশিং হাউসের ১১ কর্মচারীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আইনি অ্যাডভোকেসি গ্রুপ পারভি ওটডেলের আইনজীবী ম্যাক্সিম ওলেনিচেভের মতে, তিন জনের বিরুদ্ধে ‘এলজিবিটিকিউ+ প্রচার’ এবং ‘চরমপন্থি’ কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

পারভি ওটডেল জানায়, রুশ কর্তৃপক্ষ কর্মীদের বিরুদ্ধে এলজিবিটিকিউ+ থিমযুক্ত সাহিত্য প্রকাশের অভিযোগ এনেছে। রাশিয়ার সুপ্রিম কোর্ট ২০২৩ সালে তথাকথিত ‘আন্তর্জাতিক এলজিবিটিকিউ+ আন্দোলন’কে চরমপন্থি সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেছিল।

গ্রেপ্তারদের মধ্যে একসমোর সিনিয়র ম্যানেজার, এর শিপিং ও অ্যাকাউন্টিং বিভাগের কর্মীরাও রয়েছেন বলে জানা গেছে।

অধিকার গোষ্ঠী ওভিডি-ইনফো এবং বিবিসি রাশিয়া উল্লেখ করেছে, গ্রেপ্তারদের মধ্যে কমপক্ষে দু’জন গ্রেপ্তারের সময় একসমোতে আর কর্মরত ছিলেন না।

প্রকাশকের বরাত দিয়ে তাস জানিয়েছে, পুলিশি জিজ্ঞাসাবাদের পর তাদের বিতরণ প্রধানকে ছেড়ে দেওয়া হয়েছে। একসমো জানিয়েছে, তারা তদন্তে সহযোগিতা করছে।

নোভায়া গেজেটা ইউরোপ অনুসারে, পুলিশের তল্লাশি ও গ্রেপ্তারের পর একসমো তার ব্যবসায়িক অংশীদারদের কাছে ৫০টি বইয়ের একটি তালিকা পাঠিয়েছে বলে জানা গেছে। কর্তৃপক্ষ ‘এলজিবিটিকিউ+ প্রচারণা’-বিরোধী রাশিয়ার আইন লঙ্ঘনকারী বলে চিহ্নিত করেছে।

এই বইগুলোর মধ্যে রয়েছে ২০২১ সালের সেরা বিক্রি হওয়া ‘সামার ইন আ পাইওনিয়ার টাই’, যা মূলত পপকর্ন বুকস দ্বারা প্রকাশিত হয়েছিল।

গত বছর একসমো সংখ্যাগরিষ্ঠ অংশীদারত্ব অর্জন করেছিল। রাশিয়ার সম্প্রসারিত এলজিবিটিকিউ+ বিরোধী আইনের অধীনে পপকর্ন বুকস ছিল প্রথম প্রকাশক, যাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

Link copied!