ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে নতুন করে শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হলেও তাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অংশ নিচ্ছেন না। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কি আলোচনায় অংশ নেওয়ার কথা নিশ্চিত করেছেন।
জেলেনস্কি আগেই আহ্বান জানিয়েছিলেন, শান্তি প্রক্রিয়ায় পুতিন যেন স্বয়ং অংশ নেন এবং সরাসরি বৈঠকে বসেন।
জেলেনস্কি রুশ প্রতিনিধিদলকে কটাক্ষ করে ‘যাত্রাপালার দল’ বলেও অভিহিত করেছেন।
এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক ছাড়া এই সংঘাতের সমাধান সম্ভব নয়।
রাষ্ট্রীয় বিমান এয়ার ফোর্স ওয়ানে ভ্রমণকালে বিবিসির এক প্রতিবেদকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেখুন, পুতিনের সঙ্গে আমি দেখা না করা পর্যন্ত কিছুই হবে না।’
তিনি আরও বলেন, ‘স্পষ্টত তার যাওয়ার কথা ছিল না। সে হয়তো যেত, কিন্তু হয়তো ভেবেছে আমি গেলে তবেই সে যাবে।’
রাশিয়া-ইউক্রেন সংঘাতের বিষয়ে নিজের ভূমিকা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমি না থাকলে সে (পুতিন) যাওয়ার কথা নয়। আর আমার বিশ্বাস, আপনারা যা-ই ভাবুন না কেন, আমি ও সে যদি মুখোমুখি না হই, তাহলে কিছুই হবে না। তবে আমি আশাবাদী, আমরা দ্রুত এর সমাধান করব। কারণ অনেক মানুষ মারা যাচ্ছে।’