ঢাকা শুক্রবার, ১৬ মে, ২০২৫

মধ্যপ্রাচ্যের শেষ সফরে আবুধাবি পৌঁছালেন ট্রাম্প

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০৭:৪০ পিএম
আবুধাবিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ছবি: সংগৃহীত

সৌদি আরব ও কাতার সফর শেষে বৃহস্পতিবার (১৫ মে) সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরের প্রেসিডেন্ট টার্মিনালে পৌঁছানোর পর আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাকে স্বাগত জানান।

গত ১৩ মে থেকে শুরু হওয়া ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে ওই দেশগুলো থেকে ট্রিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল। ট্রাম্পের সংযুক্ত আরব আমিরাত সফর ওয়াশিংটন-আবুধাবির সম্পর্কে গভীরতা ও ভবিষ্যত সহযোগিতার দৃষ্টিভঙ্গির উপর জোর দিয়েছে।

মধ্যপ্রাচ্য সফরের প্রথম রাষ্ট্র সৌদি আরবে ২০০ বিলিয়ন ডলারের চুক্তিতে স্বাক্ষর করেন ট্রাম্প। তবে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান জানিয়েছেন, এই চুক্তি ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত হতে পারে। দ্বিতীয় রাষ্ট্র কাতারে ১.২ ট্রিলিয়ন ডলারের চুক্তি সম্পন্ন করেন মার্কিন প্রেসিডেন্ট। গত ১৩ মে সৌদি এবং ১৪ মে কাতার সফরে যান তিনি।

এই সফর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার জন্য পরিকল্পিত। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্যিক অংশীদার হিসেবে সংযুক্ত আরব আমিরাতের অবস্থান এই গুরুত্বপূর্ণ উপলক্ষকে আরও প্রাসঙ্গিক করে তুলেছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এই সফরকে ‘মধ্যপ্রাচ্যে ঐতিহাসিক প্রত্যাবর্তন’ হিসেবে বর্ণনা করেছেন। বিশ্লেষকরা ট্রাম্পের উপসাগরীয় অঞ্চলকে তার প্রথম সফর হিসেবে বেছে নেওয়ার বিষয়টিকে বিভিন্ন ক্ষেত্রে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকার পুনঃনিশ্চয়তা হিসেবে দেখছেন।