যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারত শুল্ক ছাড়াই সব মার্কিন পণ্য আমদানিতে রাজি হয়েছে। তবে ভারতের পক্ষ থেকে এই বক্তব্য সরাসরি অস্বীকার করা হয়েছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট করে বলেন, এখনো আলোচনা চলছে এবং ‘সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছুই চূড়ান্ত নয়।’
ট্রাম্পের আগাম ঘোষণা
ট্রাম্প এক সাংবাদিক সম্মেলনে বলেন, ‘ভারত এমন একটি চুক্তির প্রস্তাব দিয়েছে, যেখানে তারা আমাদের পণ্যের ওপর আর শুল্ক দিতে চায় না।’
এই মন্তব্য সামনে আসতেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দ্রুত প্রতিক্রিয়া আসে।
চলমান বাণিজ্য আলোচনা
বর্তমানে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। দুই দেশই চায়, চুক্তি যেন দ্বিপাক্ষিক লাভজনক ও কার্যকর হয়।
আপনার মতামত লিখুন :