ভারতে বারবার পারমাণবিক পদার্থ চুরি হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। দেশটি বলেছে, এই ধরনের ঘটনা শুধু ভারতের জন্য নয়, গোটা বিশ্বের জন্য বিপজ্জনক।
পাকিস্তান বৃহস্পতিবার (১৫ মে) আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-কে অনুরোধ করেছে, যেন তারা ভারতের পারমাণবিক পদার্থ চুরি ও পাচারের বিষয়গুলো তদন্ত করে দেখে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ভারতে একাধিকবার পারমাণবিক ও তেজস্ক্রিয় পদার্থ চুরির ঘটনা ঘটেছে। এ থেকে বোঝা যায়, ভারতের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তায় বড় ঘাটতি রয়েছে।
এ কারণে পাকিস্তান চায়, ভারত যেন তাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডারের নিরাপত্তা নিশ্চিত করে এবং এ সব বিষয়ে আন্তর্জাতিক সংস্থার জবাবদিহি মেনে চলে।
পাকিস্তান এই বিবৃতি দিয়েছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের একটি মন্তব্যের জবাবে। তিনি সম্প্রতি কাশ্মীরে বলেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রগুলো আইএইএ-এর নজরদারিতে থাকা উচিত।
এই বক্তব্যকে অযৌক্তিক ও দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যায়িত করেছে পাকিস্তান। তাদের ভাষায়, এটি আইএইএ-এর ভূমিকা ও কাজ সম্পর্কে ভারতের অজ্ঞতা প্রকাশ করে।
এ ছাড়া পাকিস্তান বলেছে, ভারতের বক্তব্যে তাদের নিজের অনিরাপত্তাবোধ ও হতাশা প্রকাশ পেয়েছে। পাকিস্তানের প্রচলিত সামরিক শক্তিই ভারতের আগ্রাসন ঠেকাতে যথেষ্ট বলেও দাবি করেছে দেশটি।
সম্প্রতি উত্তেজনা ছড়ায় পেহেলগাম হামলার পর, যার জন্য ভারত পাকিস্তানভিত্তিক গোষ্ঠীগুলোকেই দায়ী করে। সীমান্তে তখন সংঘর্ষ ও গোলাগুলি বাড়ে। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে পৌঁছায় দুই দেশ।
এই সময়েই পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর আকর্ষণ করতে চাইছে ভারতের পারমাণবিক নিরাপত্তা নিয়ে।
পাকিস্তান জানায়, ২০২৩ সালে ভারতের দেরাদুনে পাঁচজনকে একটি তেজস্ক্রিয় যন্ত্রসহ ধরা হয়েছিল, যা ভারতের ভাভা গবেষণা কেন্দ্র থেকে চুরি হয়েছে বলে অভিযোগ রয়েছে। অন্য একটি ঘটনায় উদ্ধার হয় ক্যালিফোর্নিয়াম নামে একটি দামি ও তেজস্ক্রিয় পদার্থ, যার মূল্য ১০ কোটি ডলারেরও বেশি।
এই ধরনের ঘটনায় ভারতের পারমাণবিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে বলে মনে করছে পাকিস্তান।