বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-ভিত্তিক শহর নির্মাণ করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। রাজধানী আবুধাবিতে নির্মিতব্য এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘আইয়ন সেন্টিয়া’। যা ২০২৭ সালের মধ্যে নির্মাণ করা হবে বলে জানা গেছে।
সোমবার (১৯ মে) সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ‘আইয়ন সেন্টিয়া’ নামের কৃত্রিম বুদ্ধিমত্রা দ্বারা চালিত শহরটি ২০২৭ সালের মধ্যে নির্মাণ করা হবে।
এই প্রযুক্তি নির্ভর শহর বাসিন্দাদের জীবনকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সর্বাত্মক ব্যবহারের মাধ্যমে প্রকল্পটি আবু ধাবির নগর জীবনকে আধুনিক রূপে রূপান্তরিত করবে।
এছাড়া শহরের বাসিন্দাদের জীবনধারা, কর্মপদ্ধতিসহ সব কিছুতেই আমূল পরিবর্তন আনা হবে।
‘আইয়ন সেন্টিয়া’ প্রকল্প কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পূর্বাভাসমূলক সেবা, স্বয়ংক্রিয় অবকাঠামো ব্যবস্থাপনা এবং বাস্তব সময়ে শক্তি সংরক্ষণের সুবিধা প্রদান করবে।
একইসঙ্গে মানুষের অভ্যাস এবং জীবন-যাপনের নিয়ামবলী আয়ত্ত করবে। বাসিন্দাদের জীবনকে বিকশিত করবে।
প্রকল্পটির ইতালিয়ান ডেভলপার ড্যানিয়েলে মারিনেলি বলেন, প্রস্তাবিত এই এআই শহরে থাকবে স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা, এআই-চালিত পাওয়ার নেটওয়ার্ক, এবং রোবোটিক সার্ভিস।
এছাড়াও ব্যক্তিগত স্বাস্থ্যসেবা থেকে শুরু করে এআই-অ্যাসিস্টেড শিক্ষা ব্যবস্থা থাকবে এই প্রজেক্টে। পানি ও বৃক্ষরোপণ ও সংরক্ষণ ব্যবস্থাপনায়ও থাকবে এআইয়ের ব্যবহার।
এমএআইএ নামক একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই শহরের সাথে বাসিন্দাদের যুক্ত করা হবে।
আবুধাবির বোল্ড টেকনোলজিস এবং ইতালির এআই নির্মাতা মাই আয়ন ইনকর্পোরেশনের যৌথ উদ্যোগে এই প্রকল্পটি নির্মাণ করা হবে। যা ১৮ মাসের মধ্যে চালু হওয়ার পরিকল্পনা রয়েছে।
আবু ধাবিতে শুরু হলেও পরে এটি অন্যান্য দেশে রপ্তানি করা হবে এমন মন্তব্য করে মারিনেলি জানান, এই উদ্যোগটি সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে।
ধীরে ধীরে এটি অন্য বড় শহরগুলোতে নির্মাণ করা হবে।

 
                             
                                    

-20250520154604.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন