ভারতে ‘ডাকাত কনে’ নামে পরিচিত অনুরাধা পাসওয়ান (৩২) একটি সুসংগঠিত চক্রের মাধ্যমে ২৫ যুবককে প্রতারণার ফাঁদে ফেলেছেন। এই চক্রের হোতা অনুরাধাকে গ্রেপ্তার করেছে রাজস্থান পুলিশ।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ‘অনুরাধা দরিদ্র ও অসহায় একজন নারী। তার একজন ভাই আছেন। তবে তিনি রোজগারে অক্ষম। জীবনে নতুন অধ্যায় শুরু করতে চান তিনি, কিন্তু আর্থিক সংকটের কারণে তা সম্ভব হচ্ছে না’- এ গল্প দিয়ে তিনি যুবকদের মন জয় করতেন। তবে তার প্রকৃত খেলা শুরু হতো বিয়ের পর। খাবার বা পানীয়তে নেশাদ্রব্য মিশিয়ে শ্বশুরবাড়ির সদস্যদের অচেতন করে গয়না, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যেতেন তিনি।
প্রতারিত ২৫ পুরুষের মধ্যে একজন বিষ্ণু শর্মা। ২০ এপ্রিল রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার বাসিন্দা বিষ্ণু শর্মা হিন্দু রীতিনীতি মেনে বন্ধু ও পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন মধ্যপ্রদেশের অনুরাধা পাসওয়ানকে। বিয়ের ব্যবস্থা করেছিলেন কথিত ঘটক পাপ্পু মীনা। বিষ্ণু তাকে দুই লাখ রুপিও দিয়েছিলেন বিয়ের জন্য।
কিন্তু বিয়ের দুই সপ্তাহের মধ্যেই অনুরাধা পাসওয়ান বরের বাড়ি থেকে পালিয়ে যান। সঙ্গে নিয়ে যান সোয়া লাখ রুপির গয়না, নগদ ৩০ হাজার রুপি এবং ৩০ হাজার রুপির একটি মুঠোফোন।
পরে বিষ্ণু থানায় অভিযোগ দায়ের করেন। সে সূত্র ধরেই অনুরাধার নাগাল পায় পুলিশ।
পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে কাজ করত অনুরাধা। তার দলের সদস্যরা বিভিন্ন পরিবারের কাছে তার ছবি নিয়ে যেত। মিথ্যা গল্প বলে বিশ্বাস অর্জন করত এবং বিয়ের আয়োজনের নামে টাকা আদায় করত। বিয়ের পর অনুরাধা শ্বশুরবাড়ির সবার মন জয় করে তাদের অচেতন করে লুটপাট চালাত। এই চক্রের অন্য সদস্যদের খুঁজে বের করতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
পুলিশের এক কর্মকর্তা বলেন, বিয়ের চুক্তিপত্র ও সব নথি জাল ছিল।
আপনার মতামত লিখুন :