মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘গোল্ডেন ডোম’ নামে নতুন একটি বিশাল প্রতিরক্ষা প্রকল্পের ঘোষণা দিয়েছেন।
১৭৫ বিলিয়ন ডলার ব্যয়ে বাস্তবায়ন হতে যাওয়া এই কর্মসূচির লক্ষ্য মহাকাশে স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ক্ষেপণাস্ত্র হামলা থেকে সুরক্ষা দেওয়া।
মঙ্গলবার (২০ মে) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, এই প্রকল্প চীন ও রাশিয়ার মতো দেশের হুমকি মোকাবিলায় সহায়ক হবে।
তিনি বলেন, ‘গোল্ডেন ডোম আমাদের মাতৃভূমিকে সুরক্ষা দেবে।’
প্রকল্পটির নকশা ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। ইউএস স্পেস ফোর্সের জেনারেল মাইকেল গেটলাইনকে এর প্রধান কর্মসূচি ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রেসিডেন্ট জানান, চলতি বছরের জানুয়ারিতে তিনি এই প্রকল্পের নির্দেশ দেন। ‘গোল্ডেন ডোম’-এর লক্ষ্য হচ্ছে এমন একটি স্যাটেলাইট সিস্টেম গড়ে তোলা, যা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র আগেভাগেই শনাক্ত, ট্র্যাক এবং প্রয়োজনে প্রতিহত করতে পারবে।
প্রকল্পে অংশ নেওয়ার আগ্রহ ইতোমধ্যে কানাডা প্রকাশ করেছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।
আপনার মতামত লিখুন :