বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২১, ২০২৫, ০৮:৩৫ পিএম

বাংলাদেশ বিমানবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২১, ২০২৫, ০৮:৩৫ পিএম

বাংলাদেশ বিমানবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত

যশোরে বিমানবাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ছবি- সংগৃহীত

বাংলাদেশ বিমানবাহিনীর ৮৬তম বাফা কোর্স, ডিরেক্ট এন্ট্রি, এসপিএসএসসি ও বিএলপিসি-২০২৫ কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ (গ্রীষ্মকালীন) অনুষ্ঠিত হয়েছে।

যশোরে অবস্থিত বিমানবাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

বুধবার (২১ মে)  আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। 

বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হয়ে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। তিনি গ্র্যাজুয়েটিং অফিসারদের মধ্যে পদক ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন।

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎ-বরণকারী সব মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে, যাদের অপরিসীম ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। 

তিনি বলেন, ‘সাম্প্রতিক সংঘটিত বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে বিমানবাহিনীর দেশপ্রেমিক সদস্যরা দেশের আপামর জনগণের স্বার্থে সর্বদা সহায়ক ভূমিকা পালন করে আসছে। দেশ ও জনগণের প্রয়োজনে বাংলাদেশ বিমানবাহিনীর অবস্থান আগামী দিনে আরও সুদৃঢ় ও সুসংহত হবে।’ 

বাংলাদেশ নৌবাহিনী প্রধান বলেন, ‘বিশ্ব দরবারে বাংলাদেশকে একটি সম্মানজনক ও মানবিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় বাংলাদেশ বিমানবাহিনীর সব সদস্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সশস্ত্রবাহিনীর কর্মক্ষেত্র ও চাহিদা বিস্তৃত হয়েছে বিশ্বব্যাপী। এ লক্ষ্যকে সামনে রেখেই বিমানবাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থাকে করা হয়েছে আরও দক্ষ ও যুগোপযোগী।’

তিনি বলেন, ‘বিমানবাহিনীর ভবিষ্যৎ প্রজন্মের উন্নত প্রশিক্ষণ সুনিশ্চিত করার জন্য সংযোজন করা হয়েছে অত্যাধুনিক প্রশিক্ষণ বিমান ও সিমুলেটর। বাংলাদেশ বিমানবাহিনী একাডেমির প্রশিক্ষণ মানের সুনাম আজ আন্তর্জাতিক মহলেও পরিচিতি লাভ করেছে। বিমানবাহিনীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রশিক্ষণে অংশ নিচ্ছে বহু দেশি-বিদেশি সামরিক বাহিনীর সদস্যরা।’

এম নাজমুল হাসান বলেন, ‘বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর বৈমানিকরা বিমানবাহিনী একাডেমি থেকে সাফল্যজনকভাবে উড্ডয়ন প্রশিক্ষণ গ্রহণ করছে। এ একাডেমি থেকে এখন পর্যন্ত সফলতার সঙ্গে ৩০ জন বিদেশি ফ্লাইট ক্যাডেট প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এতে বহির্বিশ্বে বাংলাদেশ বিমানবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল ও সুদৃঢ় হয়েছে।’

উল্লেখ্য, গ্রীষ্মকালীন টার্মে বীরউত্তম এ কে খন্দকার স্কোয়াড্রন চ্যাম্পিয়ন বিবেচিত হয়ে একাডেমি পতাকা লাভ করে।  

অফিসার ক্যাডেট মো. মুতাসিম বিল্লাহ তানিম ৮৬তম বাফা কোর্সের প্রশিক্ষণে সার্বিক কৃতিত্বের জন্য সোর্ড অব অনার, অফিসার ক্যাডেট তাকি তাহমিদ নিলয় উড্ডয়ন প্রশিক্ষণে সেরা কৃতিত্বের জন্য বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি এবং অফিসার ক্যাডেট মো. মুতাসিম বিল্লাহ তানিম জেনারেল সার্ভিস প্রশিক্ষণে কৃতিত্বের জন্য কমান্ড্যান্টস ট্রফি লাভ করেন। 

এ ছাড়াও ৮৬তম বাফা কোর্সে (গ্রাউন্ড ব্রাঞ্চ) সেরা কৃতিত্বের জন্য অফিসার ক্যাডেট মাহাদী হাসান তালহা বিমানবাহিনী প্রধানের ট্রফি লাভ করেন। 

এ কুচকাওয়াজের মাধ্যমে একজন মহিলা অফিসার ক্যাডেটসহ মোট ৪৫ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। 

অফিসার ক্যাডেট একাডেমি সিনিয়র আন্ডার অফিসার মো. মুতাসিম বিল্লাহ তানিম আনুষ্ঠানিক কুচকাওয়াজের নেতৃত্ব দেন।  

কুচকাওয়াজ শেষে বিমানবাহিনী একাডেমির বিভিন্ন প্রকার বিমানের মনোজ্ঞ ফ্লাইপাস্ট, আকর্ষণীয় এ্যারোবেটিক ডিসপ্লে এবং বিমানবাহিনীর চৌকস প্যারাট্রুপারদের হেলিকপ্টার হতে দৃষ্টিনন্দন প্যারা জাম্পিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কূটনৈতিক মিশনের সদস্য, সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!