সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতে ভারতের পরাজয় ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তার ভাষায়, ‘এই পরাজয় ভারত কখনোই ভুলতে পারবে না।’
শুক্রবার (২৩ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল-এ প্রকাশিত এক প্রতিবেদনে এই মন্তব্যের কথা উল্লেখ করা হয়।
শাহবাজ বলেন, পাকিস্তানের প্রচলিত যুদ্ধ সক্ষমতা নিয়ে কেউ আর সন্দেহ করতে পারবে না।
বৃহস্পতিবার ইসলামাবাদের প্রেসিডেন্ট ভবনে এক বিশেষ অনুষ্ঠানে সেনাপ্রধান আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। এটি পাকিস্তান সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক মর্যাদা।
এই পদোন্নতি উপলক্ষে শাহবাজ শরিফ বলেন, ‘আজ পাকিস্তানের জন্য গর্বময় ও ঐতিহাসিক একটি দিন। এই বিজয়ে প্রমাণিত হয়েছে, এক অহংকারী শত্রুকে কিভাবে কৌশলে পরাজিত করা যায়।’
তিনি আরও বলেন, ‘আমাদের সেনাবাহিনী কেবল সীমান্ত রক্ষা করেনি, বরং শত্রুপক্ষের ভেতরে গিয়েও জবাব দিয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই তারা আগ্রাসনকারীকে পরাস্ত করেছে।’
একই দিনে আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে যুদ্ধ শহিদদের পরিবারের কাছে ক্ষতিপূরণ চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘এই যুদ্ধ ভারতের জন্য এমন এক পরাজয়, যা তারা কখনোই ভুলবে না।’
তিনি দাবি করেন, অনেকেই মনে করতেন পাকিস্তান প্রচলিত যুদ্ধ সক্ষমতায় পিছিয়ে, ‘কিন্তু বাস্তবতা তার উল্টোটা প্রমাণ করেছে।’
শাহবাজ বলেন, ‘আমাদের ঐক্য, সাহস ও ঈমান আমাদের চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যাবে। ইনশাআল্লাহ, একদিন কাশ্মীর হবে পাকিস্তানেরই অংশ।’