অবরুদ্ধ গাজা উপত্যকায় পারমাণবিক হামলা চালানোর আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসম্যান র্যান্ডি ফাইন। ফক্স নিউজে এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির ওই সদস্য এমন কথা বলেন।
বুধবার (২১ মে) ওয়াশিংটনের ক্যাপিটল ইহুদি জাদুঘরের বাইরে দুই ইসরায়েলি দূতাবাস কর্মীর ওপর গুলি চালানো হয়। তার প্রতিক্রিয়ায় র্যান্ডি সাক্ষাৎকারে বলেন, ফিলিস্তিনিদের উদ্দেশ্যই খারাপ। তার মতে, গাজায় সংঘাতের একমাত্র সমাধান হলো, সন্ত্রাসবাদকে সমর্থনকারীদের পুরোপুরি আত্মসমর্পণ।
র্যান্ডি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা নাৎসিদের সঙ্গে আত্মসমর্পণের জন্য আলোচনা করিনি। আমরা জাপানিদের সঙ্গে আত্মসমর্পণের জন্য আলোচনা করিনি। নিঃশর্ত আত্মসমর্পণের জন্য আমরা জাপানিদের উপর দুইবার পারমাণবিক হামলা চালিয়েছি। গাজাতেও একই রকম করা উচিত বলে তিনি জানান।
র্যান্ডির এমন মন্তব্যে মানবাধিকার কর্মী ও রাজনৈতিক পর্যবেক্ষকগণ তীব্র প্রতিক্রিয়া দেখান। তাদের অনেকে জানান, ফাইনের মন্তব্য ফিলিস্তিন নিয়ে মার্কিন রাজনৈতিক আলোচনায় গণহত্যার উসকানি বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ার প্রমাণ। গাজায় পারমাণবিক হামলার পরামর্শ দিয়ে র্যান্ডি যুদ্ধাপরাধকে উৎসাহিত করছেন বলে সমালোচকরা মত দেন।
র্যান্ডি ফাইন এমন সময় ওইসব মন্তব্য করেন, যার কয়েক ঘণ্টা আগেই ওয়াশিংটনের একটি ভেন্যুতে মার্কিন ইহুদি কমিটির একটি অনুষ্ঠানের বাইরে গুলিবিদ্ধ হয়ে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী নিহত হন, ঘটনাটি তদন্তাধীন।
হামলাকারীর পরিচয় ও উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। কিন্তু র্যান্ডি তাৎক্ষণিক মন্তব্য করে গুলি চালানোর ঘটনাটিকে ফিলিস্তিনিদের সঙ্গে যুক্ত করে দেন।
এদিকে, গাজার পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে। দৈনিক গণহত্যা থেকে শুরু করে বাড়তে থাকা দুর্ভিক্ষ ফিলিস্তিনিদের প্রতিদিনই আরও খারাপ পরিস্থিতিতে ঠেলে দিচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫৩ হাজার ৯০১ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ২২ হাজার ৫৯৩ জন আহত হন।
সরকারি গণমাধ্যম অফিস মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০’রও বেশি বলে জানায়। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষ মৃত বলে ধারণা করা হচ্ছে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন