বিশ্ব স্বাস্থ্য সংস্থায় প্রথমবারের মতো ফিলিস্তিনি পতাকা উত্তোলনের অধিকার পেয়েছে দেশটির প্রতিনিধিরা। সোমবার এক প্রতীকী ভোটে জয়লাভ করে দেশটি অধিকার আদায় করেছে জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি।
সোমবারের এ ঘটনা ফিলিস্তিনকে জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা ও রাষ্ট্রের স্বীকৃতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদরদপ্তর জেনেভায় পতাকা উত্তোলনের বিষয়ে প্রতীকী ভোট অনুষ্ঠিত হয়। চীন, পাকিস্তান, সৌদি আরবসহ বেশ কয়েকটি রাষ্ট্র প্রস্তাবটি উত্থাপন করলে ৯৫টি দেশ তাতে সমর্থন জানায়।
অপরদিকে, এ প্রস্তাবের বিরোধিতা করে ইসরাইল, হাঙ্গেরি, চেক রিপাবলিক ও জার্মানি। অবশিষ্ট ২৭টি দেশ ভোট দেয়নি। ফলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রস্তাবটি গৃহীত হয়।
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ফ্রান্সের স্বীকৃতি দেওয়ার ইঙ্গিতের পর এ ঘটনা ঘটল।
এদিকে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে পশ্চিম তীর দখলে নেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল।
আপনার মতামত লিখুন :