ভারতের মুম্বাই এয়ারপোর্টে থাইল্যান্ড থেকে আসা এক ভারতীয় নাগরিকের লাগেজ থেকে ৪৭টি বিষধর সাপ উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা। পরে রোববার (১ জুন) কাস্টমস কর্মকর্তারা আটক করেন তাকে।
কাস্টমস কর্মকর্তারা গণমাধ্যমকে বলেন, আটককৃত ব্যক্তির লাগেজে ৪৭টি বিষধর ভাইপার, ৩টি স্পাইডার-টেইলড হর্নড ভাইপার, ৫টি এশিয়ান লিফ কচ্ছপ এবং ৪৪টি ইন্দোনেশিয়ান পিট ভাইপার লুকিয়ে রাখা ছিল। পরে ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী এসব প্রাণী জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি এখন পুলিশি হেফাজতে আছেন। তবে আটক হওয়া ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি এখনো।
কাস্টম বিভাগ জানায়, পাচারকারী ব্যক্তি কীভাবে বা কোথা থেকে এই বিষধর সাপ সংগ্রহ করেছিল, তা এখনো স্পষ্ট নয়।
উল্লেখ্য, ভারতে বন্যপ্রাণী আমদানি নিষিদ্ধ নয়। তবে বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী বিপন্ন বা সংরক্ষিত প্রজাতি আমদানি করা অবৈধ এবং বন্যপ্রাণী আমদানির জন্য প্রয়োজনীয় অনুমতি ও লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন