শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৮, ২০২৫, ০১:১৭ পিএম

বিমান নিরাপত্তায় ত্রুটিতে ইউরোপে নিষিদ্ধ ১৬৯টি এয়ারলাইন্স

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৮, ২০২৫, ০১:১৭ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বিমান চলাচলে নিরাপত্তা মান রক্ষায় ব্যর্থতার অভিযোগে সুরিনাম ও তানজানিয়ার প্রতিটি এয়ারলাইন্সকে ইউরোপীয় ইউনিয়নের আকাশপথে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ইউরোপীয় কমিশনের সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

ফলে উল্লিখিত দেশদুটির কোনো বিমান এখন থেকে ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমা ব্যবহার করতে পারবে না, এমনকি সদস্যরাষ্ট্রগুলোর কোনো বিমানবন্দরে অবতরণও করতে পারবে না।

ইউরোপীয় কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বিমান নিরাপত্তা মান পূরণে সংশ্লিষ্ট দেশদুটির ব্যর্থতা এবং গুরুতর ত্রুটির কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের এভিয়েশন সেফটি এজেন্সি (EASA)–এর সঙ্গে যৌথভাবে পরিচালিত কারিগরি পর্যালোচনায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সুরিনাম এবং তানজানিয়াকে এই তালিকায় যুক্ত করার মাধ্যমে বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের এয়ার সেফটি লিস্টে নিষিদ্ধ এয়ারলাইন্সের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৯টি। এর মধ্যে ১৭টি দেশের ১৪২টি এয়ারলাইন্স রয়েছে, যেগুলোর রাষ্ট্রীয় তত্ত্বাবধানে নিরাপত্তার ঘাটতি রয়েছে বলে বিবেচিত হয়েছে।

এছাড়াও বিশেষভাবে নিরাপত্তা ঘাটতির কারণে আরও পাঁচটি এয়ারলাইন্স নিষিদ্ধ হয়েছে, যেগুলো হলো:


* এয়ার জিম্বাবুয়ে (Zimbabwe)

* অ্যাভিওর এয়ারলাইন্স (Venezuela)

* ইরান অ্যাসেমন এয়ারলাইন্স (Iran)

* ফ্লাই বাগদাদ (Iraq)
Ezoic

* ইরাকি এয়ারওয়েজ (Iraq)

তবে সম্পূর্ণ নিষেধাজ্ঞার পরিবর্তে দুটি এয়ারলাইন্স-ইরান এয়ার ও উত্তর কোরিয়ার এয়ার কোরিও—নির্দিষ্ট কিছু বিমান দিয়ে সীমিত পরিসরে ইউরোপীয় আকাশপথ ব্যবহারের অনুমতি পাচ্ছে।

সুরিনামের প্রধান ও জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা Surinam Airways (PY) ইতোমধ্যেই কায়েন (ফ্রেঞ্চ গিয়ানার রাজধানী, যা ফ্রান্সের অংশ এবং ইইউ আওতাভুক্ত) রুটে তাদের ফ্লাইট স্থগিত করেছে। অন্যদিকে, Air Tanzania (TC), যারা আগেই সীমিত নিষেধাজ্ঞায় ছিল, এবার সম্পূর্ণ নিষেধাজ্ঞার আওতায় এসেছে, যার ফলে তানজানিয়ার কোনও এয়ারলাইন্সই আর ইউরোপীয় অঞ্চলে প্রবেশ করতে পারবে না।

ইইউ কমিশনার আপোস্তোলোস তজিৎসিকস্তাস বলেন,বিমান যাত্রায় যাত্রীদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সুরিনাম ও তানজানিয়া যাতে আন্তর্জাতিক মান অনুযায়ী তাদের বিমান নিরাপত্তা নিশ্চিত করতে পারে, সেজন্য আমরা কারিগরি সহায়তা দিতে প্রস্তুত আছি।

ইউরোপীয় ইউনিয়নের এ সিদ্ধান্ত বিশ্বব্যাপী বিমান নিরাপত্তার মান বজায় রাখার ক্ষেত্রে একটি কঠোর বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!