ভারতের গুজরাটে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে এয়ার ইন্ডিয়ার মূল মালিকানা প্রতিষ্ঠান টাটা গ্রুপ। দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসার সম্পূর্ণ খরচ বহনের ঘোষণা দিয়েছে ভারতের অন্যতম বৃহৎ এই শিল্পগোষ্ঠী।
বৃহস্পতিবার (১২ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া এক বিবৃতিতে টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন এই ঘোষণা দেন। এসময় বিমান আছড়ে পড়ায় ক্ষতিগ্রস্ত মেডিকেল হোস্টেল পুননির্মাণে সহায়তা করবেন বলে জানান তিনি।
টাটা সন্সের চেয়ারম্যান বলেন, ‘এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১–এর মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এই দুঃখ প্রকাশের জন্য কোনো শব্দই যথেষ্ট নয়। যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারগুলোর প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি এবং আহতদের জন্য প্রার্থনা করছি। আমরা ক্ষতিগ্রস্তদের পাশে আছি।’
বৃহস্পতিবার দুপুরে ভারতের আহমেদাবাদে স্মরণকালের এ ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রায় ৩০০ জন নিহত হয়েছেন। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের ওই বিমানে থাকা ২৪২ আরোহীর মধ্যে ২৪১ জনই নিহত হয়েছেন। বিমানটি আছড়ে পড়ে আহমেদাবাদের বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসে, যেখানে আরও অন্তত ৫০ জন প্রাণ হারিয়েছেন।
মোট মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। কারণ উদ্ধারকর্মীরা পোড়া বিমানের ধ্বংসাবশেষের ভেতর থেকে মৃতদেহ উদ্ধারের কাজ এখনো চালিয়ে যাচ্ছেন। হতদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী এখনো আইসিইউতে চিকিৎসাধীন।
নিহতদের মধ্যে আছেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। ভারতের স্বাস্থ্য বিভাগ ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করতে নিহতদের স্বজনদের নমুনা দিতে আহ্বান জানিয়েছে। বিমানটি যে বিজে মেডিকেল কলেজ–এর ছাত্রাবাসের ওপর আছড়ে পড়ে, সেই ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। টাটা গ্রুপ জানিয়েছে, তারা ওই হোস্টেল ভবনটি নতুন করে নির্মাণ করবে।
এই দুর্ঘটনায় আশ্চর্যজনকভাবে এক ব্রিটিশ নাগরিকের বেঁচে ফেরা ঘটনা ঘটেছে। বিবিসি জানিয়েছে, জীবিত উদ্ধার হওয়া ব্যক্তি ব্রিটিশ নাগরিক বিষ্ণু কুমার রমেশ। ৪০ বছর বয়সী এই ব্যক্তি সামান্য আঘাত পেয়েছেন এবং নিজে হেঁটেই দুর্ঘটনাস্থল থেকে বেরিয়ে আসেন।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘উড্ডয়নের ত্রিশ সেকেন্ড পরই একটা বিকট শব্দ হয়। তারপরই বিমানটি ভেঙে পড়ে। সবকিছু এত দ্রুত ঘটে গেছে।’
বিমানটিতে মোট ২৪২ জন যাত্রী ছিলেন, এর মধ্যে ১২ জন ছিলেন ক্রু সদস্য। এয়ার ইন্ডিয়ার বিবৃতিতে জানানো হয়েছে, যাত্রীদের মধ্যে ছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডীয় নাগরিক।
বিমান দুর্ঘটনার ঘটনায় ভারতের পাশাপাশি আন্তর্জাতিক মহলেও শোকের ছায়া নেমে এসেছে। যুক্তরাজ্য, কানাডা ও পর্তুগাল সরকার তাদের নিহত নাগরিকদের প্রতি শোক প্রকাশ করেছে এবং ভারত সরকারের সঙ্গে সমন্বয়ে কাজ করছে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন