ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত এয়ার ইন্ডিয়া বিমানের ঘটনাস্থল পরিদর্শন ও বেঁচে থাকা যাত্রীর সঙ্গে দেখা করেছেন নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান (ফ্লাইট নম্বর এআই ১৭১) লন্ডনের গ্যাটউইক যাওয়ার উদ্দেশে আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।
কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মেঘানি নগরের বিএস মেডিকেল কলেজের আবাসিক ভবনে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আকাশে ভয়ানক বিস্ফোরণ ও কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। বহু দেহ পুড়ে গেছে, আহতদের অনেকের শরীর ঝলসে গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে শুক্রবার (১৩ জুন) সকালে আহমেদাবাদ পৌঁছান নরেন্দ্র মোদি। বিমানবন্দর থেকে সোজা চলে যান দুর্ঘটনাস্থলে। তার সঙ্গে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। পরে সিভিল হাসপাতালে যান মোদি, সেখানে ভর্তি একমাত্র বেঁচে থাকা যাত্রী বিষ্ণু কুমার রমেশের সঙ্গে কথা বলেন।
দুর্ঘটনার পর মোদি এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, ‘এই দুর্ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত ও স্তব্ধ। এই কঠিন সময়ে নিহতদের পরিবার ও আহতদের প্রতি আমার সহানুভূতি রইল। সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।’

 
                            -20250613061111.webp) 
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন