গাজা উপত্যকায় কিছু মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দেওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। এই সিদ্ধান্তকে ‘গুরুতর ভুল’ আখ্যা দিয়ে তিনি বলেন, এতে সরাসরি উপকৃত হবে হামাস।
রোববার (৬ জুলাই) ইসরায়েলি মন্ত্রিসভার একটি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে স্মোট্রিচ বলেন, ‘মন্ত্রিসভা ও প্রধানমন্ত্রী একটি ভয়াবহ ভুল করেছেন। তারা এমন একটি পথ খুলে দিয়েছেন, যার মাধ্যমে গাজায় সাহায্য প্রবেশ করবে এবং সেটি শেষ পর্যন্ত হামাসের হাতে পৌঁছাবে। এটি যুদ্ধকালীন সময়ে শত্রুদের জন্য লজিস্টিক সহায়তা হিসেবে কাজ করবে।’
তিনি অভিযোগ করেন, নেতানিয়াহু সরকার এবং সামরিক বাহিনী গাজায় হামাসবিরোধী যুদ্ধ পরিচালনায় নিজেদের নীতিমালা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।
যদিও স্মোট্রিচ সরাসরি জোট সরকার থেকে সরে আসার হুমকি দেননি, তবে তিনি জানিয়েছেন, নেতানিয়াহুর পরবর্তী পদক্ষেপ তিনি পর্যবেক্ষণ করছেন এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেবেন।
স্মোট্রিচের এই মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি নিচ্ছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সরকারের পক্ষ থেকে উত্তর গাজায় অতিরিক্ত সাহায্য প্রবেশের বিষয়ে ভোটাভুটির আয়োজন করা হয়েছিল, যেখানে অনেক কট্টরপন্থী মন্ত্রীই বিরোধিতা করেন। তাদের দাবি, এই সিদ্ধান্তে নেতানিয়াহুর সম্মতি রয়েছে।
তবে এখনো আনুষ্ঠানিকভাবে ইসরায়েল সরকার তাদের গাজা নীতিতে কোনো পরিবর্তনের ঘোষণা দেয়নি।
আপনার মতামত লিখুন :