ভারতীয় উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধের নিষেধাজ্ঞা আরও এক মাস বাড়িয়েছে পাকিস্তান। শুক্রবার পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ) এক বিবৃতিতে জানায়, এ নিষেধাজ্ঞা ২৪ আগস্ট পর্যন্ত চলবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভারতীয় মালিকানাধীন বা লিজে নেওয়া বেসামরিক ও সামরিক কোনো উড়োজাহাজ পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এ নিষেধাজ্ঞা ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার বিকেল ৩টা ৫০ মিনিট থেকে কার্যকর হয়েছে এবং ২৪ আগস্ট ভোর ৫টা ১৯ মিনিট পর্যন্ত বলবৎ থাকবে।
এদিকে, ভারতের পক্ষ থেকেও পাকিস্তানি উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ রাখা হয়েছে। ৩০ এপ্রিল থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা ২৪ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে। ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সংঘটিত হামলার পর এ নিষেধাজ্ঞা দেয় ভারত। ওই হামলায় ২৬ জন প্রাণ হারিয়েছিলেন।
পাকিস্তান প্রথমে ২৪ এপ্রিল ভারতীয় উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়। এরপর দুই দেশের পক্ষ থেকেই পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার মেয়াদ একাধিকবার বাড়ানো হয়েছে।
আপনার মতামত লিখুন :