ক্ষুধার্ত ও অসহায় ফিলিস্তিনিদের ওপর মরিচের গুঁড়া ছুড়েছে ইসরায়েলি সেনারা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার ফ্যাক্ট-চেকিং সংস্থা সানাদ ২০ সেকেন্ডের ওই ভিডিওর সত্যতা নিশ্চিত করেছে।
ভিডিওটি ১০ জুলাই মুঠোফোনে ধারণ করার পর, শনিবার (১৯ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। এতে দেখা যায়, গাজার দক্ষিণাঞ্চলের রাফা শহরে বিতর্কিত ত্রাণ সংস্থা জিএইচএফের একটি ত্রাণ বিতরণকেন্দ্রে তিন সশস্ত্র ইসরায়েলি সেনা ফিলিস্তিনিদের ওপর মরিচের গুঁড়া ছুড়ে মারছে।
ভিডিওতে আরও দেখা যায়, পুরুষ, নারী ও শিশুরা চারদিকে ছুটে পালিয়ে যাচ্ছে। কারো মুখ কাপড় দিয়ে ঢাকা, কেউ আবার পিঠে ময়দার বস্তা তুলে নিয়ে আতঙ্কে ছুটে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত জিএইচএফের এই ত্রাণ বিতরণকেন্দ্রকে ‘মৃত্যুকূপ’ বলে অভিহিত করেছে মানবাধিকার সংস্থাগুলো।
গাজায় ইসরায়েলের দুই মাসের বেশি সময় ধরে চলা অবরোধ কিছুটা শিথিল করার পর উপত্যকায় জিএইচএফের ত্রাণ কার্যক্রম শুরু হয়। কার্যত জাতিসংঘের নেতৃত্বাধীন বিশাল ত্রাণ সরবরাহ নেটওয়ার্ককে পাশ কাটিয়ে বিতর্কিত এ কার্যক্রম চলছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, মে মাসের শেষ দিকে জিএইচএফ গাজায় কার্যক্রম শুরু করার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৮৯১ জন ত্রাণ নিতে গিয়ে নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে অন্তত ৬৭৪ জনেরই মৃত্যু হয়েছে জিএইচএফের ত্রাণকেন্দ্রগুলোর আশপাশে। রোববার (২০ জুলাই) গাজায় ইসরায়েলি হামলায় নিহত হওয়া ৮৪ ফিলিস্তিনির মধ্যে ৭৩ জনই ত্রাণ সংগ্রহের জন্য জড়ো হয়েছিলেন। এর আগে শনিবার (১৯ জুলাই) গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় ১১৬ ফিলিস্তিনি নিহত হন। এর মধ্যে অন্তত ৩৮ জন ছিলেন ত্রাণপ্রত্যাশী।
এদিকে, গাজায় খাবারের অভাবে প্রায় ১৭ হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতালের জরুরি বিভাগগুলোতে অপুষ্টিতে ভোগা মানুষের মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। এমন অবস্থা আগে কখনো দেখা যায়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়।