ঢাকা সোমবার, ২১ জুলাই, ২০২৫

২০ শিক্ষার্থীকে বাঁচিয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন শিক্ষিকা মেহেরীন

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ০৭:২৮ পিএম
হাসপাতালে আহতদের লিস্টে শিক্ষিকা মেহেরীন চৌধুরী। ছবি- সংগৃহীত

রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন স্কুলের শিক্ষিকা মেহেরীন চৌধুরী। তার দৃঢ় উপস্থিতি ও দ্রুত সিদ্ধান্তে প্রায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন অন্তত ২০ জন শিক্ষার্থী।

শিক্ষার্থীদের উদ্ধার করার পর নিজে বের হতে না পারায় শরীরের একটি অংশ পুড়ে গেছে তার। বর্তমানে ৪৬ বছর বয়সি মেহেরীন জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন। সোমবার (২১ জুলাই) দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত ও অন্তত ১৬৪ জন দগ্ধ হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার মুহূর্তে মেহেরীন দ্রুত শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দেন। পরে উদ্ধার অভিযানের সদস্যরা নিশ্চিত করেছেন যে তার তৎপরতার কারণেই বহু শিক্ষার্থী প্রাণে বেঁচেছে।

শিক্ষিকা মেহেরীন (৪৬) উদ্ধার করেন এমনই একজন মাইলস্টোন ছাত্রী মেহেরিন (১২)। তার বাবা সুমন বলেন, ‘ম্যাডাম অনেক ভালো ছিলেন। সেনাবাহিনী আমাদের বলেছে, শিক্ষিকার জন্য অন্তত ২০ জন শিক্ষার্থী বেঁচে গেছেন।’

উদ্ধার হওয়া চতুর্থ শ্রেণীর ছাত্রী ছোঁয়ার মামা জানান, ‘খালি চুল পরে থাকতে দেখেছি, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। পরে জানতে পারি, এক ম্যাডাম ছোঁয়াকে উদ্ধার করে বাইরে নিয়ে গেছেন। এখন সে পিজি হাসপাতালে আছে।’

তিনি আরও বলেন, ‘আর্মির দুজন আমাকে টেনে বাইরে নিয়েছে। পরে আবার এসে দুই ঘণ্টা খুঁজেছি কিন্তু পাইনি। পরে এক শিক্ষক ফোন করে বলেন, আপনার বাচ্চাকে আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি।’

এর আগে দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমানটি ছিল বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান, যা দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।