রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। আহতদের মধ্যে অন্তত ৭০ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রশিক্ষণ বিমানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল ভবনের ওপর ভেঙে পড়ে। এতে ভবনের একাংশে আগুন ধরে যায় এবং ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
এদিকে দুর্ঘটনার পর থেকে নিখোঁজ থাকা মাইলস্টোন স্কুলের বাংলা ভার্সনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহ পাওয়া গেছে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)।
ফাতেমার বাবা, লিয়ন মির একজন সাংবাদিক, তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমার মেয়ে আর নেই। তার মরদেহ এখন সিএমএইচে রয়েছে।’
দুপুরের দিকে ফাতেমা নিখোঁজ থাকার কথা জানিয়ে লিয়ন মির সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরোধ জানিয়েছিলেন, কেউ কোনো তথ্য পেলে যেন জানান।
পরে সিএমএইচ কর্তৃপক্ষ শিশুটির মরদেহ শনাক্ত করে পরিবারকে জানায়।