শনিবার, ২৬ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ১০:২২ এএম

নাহিদ-২ স্যাটেলাইট উৎক্ষেপণের পর, পরমাণু ইস্যুতে পশ্চিমাদের সাথে বসল ইরান

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ১০:২২ এএম

‘নাহিদ-২’ উৎক্ষেপণের চিত্র। ছবি- সংগৃহীত

‘নাহিদ-২’ উৎক্ষেপণের চিত্র। ছবি- সংগৃহীত

এবার রাশিয়া থেকে নিজেদের যোগাযোগ স্যাটেলাইট ‘নাহিদ-২’ উৎক্ষেপণ করেছে ইরান। শুক্রবার (২৫ জুলাই) রাশিয়ার পূর্বাঞ্চলীয় নভোযান উৎক্ষেপণ কেন্দ্র ভস্তোশ্নি কসমোড্রোম থেকে একটি রুশ সয়ুয রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছে এই স্যাটেলাইট। ইরান এবং রাশিয়া উভয়েই এ তথ্য নিশ্চিত করেছে ।

ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, নাহিদ-২ স্যাটেলাইটটির ওজন ১১০ কেজি। এই যোগাযোগ স্যাটেলাইটটি নিজস্ব প্রযুক্তি এবং নিজেদের প্রকৌশলীদের মাধ্যমে তৈরি করেছে ইরান। প্রতিবেদনে নাহিদ-২ কে ইরানের মহাকাশ গবেষণা সংস্থার উচ্চাকাঙ্ক্ষা ও সক্ষমতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করা হয়েছে। পৃথিবীর কক্ষপথের নিম্নস্তরে স্যাটেলাইটটি স্থাপন করা হবে।

স্যাটেলাইটটি তৈরিতে বিভিন্নভাবে ইরানকে সহযোগিতা করেছে রাশিয়া। এক প্রতিবেদনে রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, শুক্রবার ভস্তোশ্নি কসমোড্রোম থেকে উৎক্ষিপ্ত সয়ুয রকেটটি ২টি রুশ স্যাটেলাইট, ১৮টি স্মল কমার্শিয়াল অরবিট এবং ইরানের স্যাটেলাইট নাহিদ-২ সহ মোট ২০টি ‘পেলোড’ নিয়ে পৃথিবীর কক্ষপথের উদ্দেশে যাত্রা করেছে।

গত জানুয়ারিতে ২০ বছর মেয়াদি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয় মস্কো ও তেহরানের মধ্যে। সেই চুক্তির মূল বিষয় হলো জ্বালানি, বিজ্ঞান, প্রতিরক্ষা ও মহাকাশবিষয়ক গবেষণাসহ বিভিন্ন খাতে দুই দেশের সহযোগিতামূলক সম্পর্ক। সেই চুক্তির আওতায় ইরানের স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে রাশিয়া।

রাশিয়া অবশ্য তার ‘সয়ুয মিশন’ এর আওতায় বাণিজ্যিকভাবে বিদেশি ক্লায়েন্টদের স্যাটেলাইট উৎক্ষেপণ করে থাকে। এর আগে গত বছর নভেম্বরে এই মিশনের আওতায় ইরান এবং জিম্বাবুয়ের দুটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে রাশিয়া।

পশ্চিমা বিশ্ব অবশ্য ইরানের মহাকাশ কর্মসূচি নিয়ে এর আগে উদ্বেগ জানিয়েছিল। ওয়াশিংটন এবং তার মিত্রদের সন্দেহ, মহাকাশ গবেষণা প্রকল্পের আড়ালে নিজেদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন প্রকল্প চালাচ্ছে তেহরান।

এদিকে, শুক্রবার (২৫ জুলাই) তুরস্কের ইস্তাম্বুল শহরে নিজেদের পরমাণু প্রকল্প নিয়ে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির সঙ্গে বৈঠকে বসেছে ইরান। সেই বৈঠক শুরুর কিছু সময় আগে রাশিয়া থেকে উৎক্ষিপ্ত হয়েছে ইরানের স্যাটেলাইটবাহী রকেটটি।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!