বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্তরে ছিল অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার বাসনা। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, শুধু ঘোষণা নয়- অস্ত্র হাতে যুদ্ধও করেছেন। অথচ শেখ হাসিনা তাকে পাকিস্তানের রাজাকার পর্যন্ত বলেছিলেন।’
শুক্রবার (২৬ জুলাই) রাতে আবুধাবিতে বৃহত্তম নোয়াখালী ফোরামের আয়োজনে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আজ যিনি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে নিজ বাড়ি থেকে তাড়িয়েছেন, সেই খায়রুল হক এখন জেলহাজতে। তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল মইন-ফখরুদ্দিনকে দিয়ে, কিন্তু তার নেতৃত্বেই আজ দেশে পরিবর্তনের বাতাস বইছে। এখন তাকে বিদেশে রেখে নির্বাচন বিলম্বিত করার চক্রান্ত চলছে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মামুন। প্রধান বক্তা ছিলেন আমিরাত বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সালাউদ্দিন। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক। বক্তব্য দেন ইউসুফ রানা, শহীদ উল্লাহ রাব্বি শিমুল, আবুল কালামসহ অন্য নেতারা।
অনুষ্ঠানে প্রবাসী নোয়াখালীবাসী জয়নাল আবেদিন ফারুককে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় প্রার্থী হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেন। তারা বলেন, ‘আমরা প্রবাসী, কিন্তু আমাদের পাঠানো রেমিট্যান্সেই দেশের অর্থনীতি সচল। অথচ প্রবাসীদের যথাযথ মূল্যায়ন করা হয় না।’
তারা অনুরোধ করে বলেন, ‘বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে যেন প্রবাসীদের মর্যাদা রক্ষা ও পরিবারের সমস্যাগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করে।’