বুধবার, ৩০ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ০১:৫৬ পিএম

ম্যানহাটনে হামলাকারীর চিরকুট

‘আমার মস্তিষ্কটা গবেষণা করো প্লিজ, আমি দুঃখিত’

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ০১:৫৬ পিএম

হামলার পরে ম্যানহাটনে নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি- সংগৃহীত

হামলার পরে ম্যানহাটনে নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে বহুতল ভবনে হামলাকারীর পকেট থেকে সুইসাইড নোট পাওয়া গেছে। এতে নিজেকে ‘ক্রনিক ট্রম্যাটিক এনসেফালোপ্যাথি (সিটিই) রোগী বলে দাবি করেছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন

প্রতিবেদনে বলা হয়, সিটিই হলো আলঝেইমারের মতো মস্তিষ্কের রোগ। যা দীর্ঘদিনে মাথায় আঘাতের ফলে হতে পারে। এটি সাধারণত আমেরিকার ফুটবল খেলোয়াড়দের মধ্যে বেশি দেখা যায়।

পুলিশ জানিয়েছে, বন্দুকধারীর নাম শেইন ডেভন তামুরা (২৭)। তিনি লাস ভেগাসের বাসিন্দা ছিলেন। তামুরা একসময় ফুটবল খেলতেন বলে জানা যায়।

তদন্তকারীরা বলছেন, চিরকুটটি গুলির ঘটনার পরে খুঁজে পাওয়া গেছে। এতে লেখা ছিল, ‘টেরি লং ফুটবল আমাকে সিটিই দিয়েছে। আর এটা আমাকে এক গ্যালন অ্যান্টিফ্রিজ খেতে বাধ্য করেছে। তুমি এনএফএল (আমেরিকার ন্যাশনাল ফুটবল লিগ) এর বিরুদ্ধে যেতে পারো না, ওরা তোমাকে গুঁড়িয়ে দেবে।’

এদিকে তদন্ত কর্মকর্তাদের বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, বন্দুকধারীর মানসিক অসুস্থতার পেছনে ফুটবল খেলার সম্পর্ক থাকতে পারে। এর আগে, পিটসবার্গ স্টিলার্সের (ফুটবল দল) একজন সাবেক খেলোয়াড় টেরি লং সিটিইতে আক্রান্ত হয়ে ২০০৫ সালে আত্মহত্যা করেন।

তামুরার চিরকুটে আরও লেখা ছিল, ‘আমার মস্তিষ্কটা গবেষণা করো প্লিজ, আমি দুঃখিত। রিককে বলে দিও আমি সবকিছুর জন্য দুঃখিত।’

সিএনএন জানিয়েছে, বহুতল ভবনটিতে ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) করপোরেট অফিস ছিল। পুলিশ কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, বন্দুকধারী একটি বিএমডব্লিউ গাড়িতে এসেছিলেন। গাড়ির ভেতর কয়েক রাউন্ড গুলিসহ একটি রাইফেলের কেস, লোডেড রিভলবার, ম্যাগজিন ও ওষুধ পাওয়া গেছে।

 

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!