ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা শুরুর পর থেকে এ পর্যন্ত ৫৮ ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। বুধবার (৩০ জুলাই) ইসরায়েলি দৈনিক হারেৎজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
প্রতিরক্ষা বাহিনীর সূত্রের বরাত দিয়ে হারেৎজ জানিয়েছে, আইডিএফের অভিযান শুরুর পর ২০২৩ সাল শেষ হওয়ার আগেই আত্মহত্যা করেছেন ১৭ জন ইসরায়েলি সেনা। পরে ২০২৪ সালের গোটা বছরে ২৪ জন এবং ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত আরও ১৭ জন সেনা আত্মহত্যা করেছেন।
ইসরায়েলের সেনাবাহিনীতে মনোরোগ বিশেষজ্ঞ, মনোবিদ, সমাজকর্মীসহ মানসিক স্বাস্থ্যসংক্রান্ত পেশাদার ব্যক্তিদের গুরুতর ঘাটতি আছে বলেও দাবি করা হয় হারেৎজের প্রতিবেদনে। এতে আরও বলা হয়, বিষাদ, অবসাদ ও ট্রমায় আক্রান্ত হয়ে প্রতি মাসে ইসরায়েলি সেনাবাহিনীর পুনর্বাসন বিভাগে ভর্তি হচ্ছেন শত শত সেনা। যে মানসিক সমস্যায় তারা ভুগছেন, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় তাকে বলা হয় পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার বা পিটিএসডি।
আত্মহত্যার সর্বশেষ ঘটনাটি ঘটেছে সোমবার (২৯ জুলাই) ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ওফাকিমে। সেদিন ওফাকিমের একটি বাড়ি থেকে এক সেনার মরদেহ উদ্ধার হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, আত্মহত্যা করেছেন ওই সেনা।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত নিহত হয়েছেন ৬০ হাজার ১৩৮ জন ফিলিস্তিনি। নিহতদের ৫৬ শতাংশই নারী, শিশু এবং বেসামরিক নাগরিক। প্রায় ২ বছরের এ যুদ্ধে অবশ্য হামাসের হামলায় শত শত ইসরায়েলি সেনাও নিহত হয়েছেন। আইডিএফের বরাত দিয়ে হারেৎজ জানিয়েছে, গাজায় অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন মোট ৮৯৪ জন ইসরায়েলি সেনা এবং আহত হয়েছেন আরও ৬ হাজার ১৩৪ জন।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন